Sasraya News

South 24 Parganas : গঙ্গাসাগরে পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে

Listen

গঙ্গাসাগরে পোস্টার তৃণমূল নেতার বিরুদ্ধে

সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : গঙ্গাসাগরে পোস্টার গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র-এর নামে পোস্টার এলাকায়। ”সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার অনুপ্রেরণায় জেলা পরিষদ সদস্য সন্দীপ পাত্র ও তপন পাড়িয়ারী টেট দুর্নীতিতে মিডলম্যান হিসাবে সাগর বিধানসভা থেকে কোটি কোটি টাকা তুলে বেপাত্তা। শিক্ষা নিয়ে সাগরে কোটি কোটি টাকা দুর্নীতি হল কেন বঙ্কিম হাজরা জবাব চাই, জবাব দাও। সৌজন্যে লেখা রয়েছে ‘সাগরদ্বীপবাসী।” এলাকায় পোস্টার ঘিরে শাসক বিরোধীদের মধ্যে চাপান উতর সৃষ্টি হয়। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সংবাদ মাধ্যমকে জানান, ”এসব অভিযোগ ভিত্তিহীন।” সন্দীপ পাত্র-এর বক্তব্য, “কিছু লোক রাতের অন্ধকারে এসব করাচ্ছে। এসব ফেক নিউজ। আমি সাগরে আছি। বঙ্কিম হাজরা সাগরের মানুষের কাছে শুধু নাম না, বিশ্বস্ততার ব্র্যান্ড, মানুষের আস্থা ভরসা। বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।” আসরে নেমেছেন এলাকার বিরোধী দলগুলি। সিপিআই (এম) নেতা বিধান দাস বলেন, “বাম আমলে সাগরদ্বীপ শিক্ষাক্ষেত্রে প্রথম স্থানে ছিল। ২০১১ সালের পর থেকে শুধুই দুর্নীতি। এমন একটা সরকার রাজ্য চালায়, তাদের সঙ্গে দুর্নীতি ছাড়া আর কিছু নেই। সাগরদ্বীপের একজন মন্ত্রী, তাঁর এলাকায় চাকরিসংক্রান্ত পোস্টার পড়ছে শুনলেও খারাপ লাগে।” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read