



ক্যানিংয়ে আগুন, ভস্মীভূত দোকানপাট
সাশ্রয় নিউজ : ক্যানিয়ে আগুন। স্টেডিয়ামের কাছে একটি দোকানে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কিছু দোকান। কীভাবে আগুন লাগল, তা কেউ বলতে পারছেন না বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার মাতলা ব্রীজ সংলগ্ন দোকানগুলিতে আগুন লাগায়, মাথায় হাত পড়েছে মালিকদের। দমকল ও পুলিশকে স্থানীয় বাসিন্দারা খবর দেন বলে স্থানীয় বাসিন্দাদের সুত্রে খবর। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ছোট বড় মাঝারি মিলিয়ে মোট ১০টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানা না গেলেও দোকানদারদের দাবী, সর্ব মোট ১০ লক্ষ টাকারও বেশি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আবার নতুন করে দোকান শুরু করবেন, এই ভেবে মাথায় হাত দোকান মালিকদের।
