Sasraya News

Friday, March 28, 2025

Sourav Ganguly : স্পেন সফর নিয়ে সোজাসাপ্টা স্পষ্ট মন্তব্য মহারাজের

Listen

স্পেন সফর নিয়ে সোজাসাপ্টা স্পষ্ট মন্তব্য মহারাজের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সফর সঙ্গী হিসেবে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই কূটনৈতিক মহলে জল্পনা তৈরি হয় সৌরভের তৃণমূল যোগ নিয়ে। স্পেন থেকে লগ্নি নিয়ে আসতে সৌরভকে টিপ্পনীও দেন নেটাগরিকদের একটা অংশ। জোর জল্পনা তৈরি হয়, মহারাজ কী তাহলে তৃণমূলে যোগ দেবেন। অবশ্য এটা তাঁর কাছে নতুন কিছু নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও তাঁর সিপিআই (এম) যোগ দেওয়ার প্রসঙ্গ ওঠে। পরে সৌরভ-জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকার সময়ও প্রসঙ্গ ওঠে। কোনওবারই রাজনৈতি প্রসঙ্গ গুরুত্ব দেননি সৌরভ। কিন্তু স্পেন সফরের পরে ফের শুরু হয় তৃণমূল কংগ্রেস তাঁর যোগদান প্রসঙ্গ। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বায়োপিকের কাজে কলকাতা আসেন শ্রীলঙ্কার প্রাক্তন কিংবদন্তী লেগস্পিনার মুথাইয়া মুরলিধরন। মুরলিধরন ও সৌরভ একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই সাংবাদিকরা তাঁর স্পেন সফর নিয়ে প্রশ্ন করেন। মহারাজ সাংবাদিকদের স্পষ্ট সোজাসাপ্টা উত্তরে বলেন, “আমি কোনও বিধায়ক বা সাংসদ বা কাউন্সিলর নই। আমার কোনও রাজনৈতিক আনুগত্য নেই। আমি রাজনীতির লোক নই, রাজনীতি পছন্দও করি না। আমার যেখানে মনে হবে, আমি সেখানে যাব। কাউকে এর জন্য কৈফিয়ত দেব না। আমার কোনও রাজনৈতিক এজেন্ডা নেই।” তাঁর এই মন্তব্যের পরে কী জল্পনায় জল পড়বে? রাজনৈতিক কূটনীতিকদের মত, ‘হয়ত এই উত্তর ভবিষ্যৎ দেবে!’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment