Sasraya News

Wednesday, June 18, 2025

Sourav Ganguly : আই সি সি চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী! 

Listen

আই সি সি চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী! 

সাশ্রয় নিউজ ★ভারতবর্ষ : যা ভাবনা তাই কাজ।  বিসিসিআই-এর চেয়ারম্যান কলকাতার বেঙ্গল টাইগার এখন বসতে চলেছেন আইসিসির উচ্চতর চেয়ারে! এটাই কানা ঘুসো মুম্বাই থেকে বাংলার মানুষের।
প্রসঙ্গত উল্লেখ করা যায় যে 2019 সালে সৌরভ গাঙ্গুলি তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ভারতীয় বোর্ড সভাপতি অর্থাৎ বিসিসিআই এর সর্বোচ্চ চেয়ার সামলানোর দায়িত্ব পেয়েছিলেন।  2022 পুনরায় ভোট কিন্তু সুপ্রিম কোর্টের বিচারব্যবস্থার নির্দেশ মতে সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী 2025 সাল পর্যন্ত বিসিসিআই চেয়ারম্যান পদে বসতে কোনও বাধা থাকবে না।

সূত্রের খবর রজার বিনি তৎকালীন ভারতীয় ক্রিকেট বিশ্বকাপ 1983 দলের উন্নতম সদস্য ছিলেন। যদিও এখন কর্নাটক স্টেট ক্রিকেট আসোসিয়েশনের দ্বায়িত্ব সামাল দিচ্ছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার রজার বিনি তিনিই হতে পারেন সৌরভ গঙ্গুলির চেয়ারের । আর উল্টো দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় হতে পারেন আইসিসি চেয়ারম্যান পদের প্রার্থী। ভারতীয় ক্রিকেট বোর্ডের শাশনকর্তা আগামীতে সামলাতে পারেন 🏏 বিশ্বক্রিকেট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment