



সাশ্রয় নিউজ ★ শিমলা : শিমলা সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। শনিবার সকালে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে, তড়িঘড়ি তাঁকে শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Indira Gandhi Medical College and Hospital) ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখানে তাঁর এমআরআই (MRI) স্ক্যান-সহ একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে সূত্রের খবর সোনিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)। তিনি নিজে হাসপাতালে পৌঁছে খোঁজ নিয়েছেন সোনিয়ার চিকিৎসার। আপাতত স্থিতিশীল রয়েছে তাঁর শারীরিক অবস্থা বলে সূত্রের খবর। জাতীয় কংগ্রেস থেকেও আশ্বস্ত করা হয়েছে, বড় কোনও উদ্বেগের কারণ নেই।
রাজনৈতিক ও পারিবারিক কারণেই সোনিয়া গান্ধীর শিমলায় যাতায়াত প্রায় নিয়মিত। এ দিনও ব্যক্তিগত সফরেই তিনি সেখানে পৌঁছেছিলেন। তবে সেখানে পৌঁছনোর পরেই তাঁর শরীরে অস্বস্তি দেখা দেয়। হালকা মাথা ঘোরা ও ক্লান্তি বোধ করেন। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নরেশ চৌহান (Naresh Chauhan) জানান, “স্রেফ রুটিন পরীক্ষার জন্যই ওঁকে হাসপাতালে আনা হয়েছে। চিন্তার কিছু নেই।”
৭৭ বছরের সোনিয়া গান্ধীর দীর্ঘ রাজনৈতিক জীবনে শারীরিক অসুস্থতার জন্য একাধিকবার তাঁকে রাজনীতি বিরতি নিতে হয়। ২০১১ সালে ক্যানসারের চিকিৎসার জন্য তাঁর অস্ত্রোপচার হয়। পরে ২০২২ সালে তিনি দু’বার কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। গত বছর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালেও (Sir Ganga Ram Hospital) ক’য়েকদিন তিনি ভর্তি ছিলেন। সেবারও অসুস্থতার সুনির্দিষ্ট কারণ জানায়নি কংগ্রেস। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পরই তাঁকে ছাড়া হয়েছিল।বর্তমানে কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় ভূমিকায় না থাকলেও, দলের সিদ্ধান্ত গ্রহণে সোনিয়া গান্ধীর ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে লোকসভা ভোটের আগে এবং INDIA জোট গঠনে তাঁর নেপথ্য ভূমিকা স্পষ্ট। এই পরিস্থিতিতে তাঁর হঠাৎ অসুস্থ হয়ে পড়া কংগ্রেস মহলে স্বভাবতই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে হাসপাতাল সূত্র এবং পারিবারিক ঘনিষ্ঠরা বারবার আশ্বস্ত করছেন, পুরো বিষয়টিই ‘প্রিকশনারি মেজার’ নিছক সতর্কতা হিসাবে নেওয়া পদক্ষেপ।
দিল্লিতে কংগ্রেস হাইকম্যান্ডের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না হলেও, একাধিক নেতা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ও বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি এখনও পর্যন্ত। তবে সূত্রের খবর অনুযায়ী দলের শীর্ষ স্তর নিয়মিত খোঁজখবর রাখছে বর্ষীয়াণ নেত্রীর। উল্লেখ্য যে, সোনিয়া গান্ধীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিশীলিত ভাবমূর্তি কংগ্রেসের ভরসার প্রতীক। তিনি অসুস্থ হলেও তাঁর মনোবল বরাবরের মতোই অটুট রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা আশাবাদী, খুব তাড়াতাড়ি তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি স্বাস্থ্যগত নানা সমস্যার মধ্যেও বারবার ঘুরে দাঁড়ানো সোনিয়া গান্ধীর এই ঘটনা ফের একবার মনে করিয়ে দেয় তাঁর একান্ত মানবিক দিকটি, যেখানে রাজনীতি ছাড়াও রয়েছে একজন প্রবীণ, সংবেদনশীল নারীর জীবনসংগ্রাম।
ছবি : ফাইল চিত্র। সংগৃহীত
আরও পড়ুন : UGC NET : ইউজিসি নেট জুন পরীক্ষার নতুন দিন ঘোষণা, বদল সূচিতে
