Sasraya News

Friday, March 28, 2025

Sonia Gandhi : সোনিয়া গান্ধী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

Listen

সোনিয়া গান্ধী চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যখন দেশ জুড়ে যখন ইণ্ডিয়া নাম পরিবর্তনের একটা জল্পনা চলছে তখন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার ঘটনায় রাজনৈতিক কূটনীতিকদের ভেতর জল্পনা তৈরি হয়।

সোনিয়া কী লিখেছেন প্রধানমন্ত্রীকে? সনিয়া চিঠিতে সংসদের বিশেষ অধিবেশনে সম্পর্কে লেখেন, “আমি আন্তরিকভাবে আশা করি যে গঠনমূলক সহযোগিতার ভাবনা থেকে এই বিষয়গুলি নিয়ে আসন্ন বিশেষ অধিবেশনে আলোচনা করা হবে।” উল্লেখ্য যে, ১৮ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে মণিপুর সমস্যা, চিন ও ভারত প্রভৃতি সমস্যাগুলির প্রসঙ্গ আলোচনার কথা জানান। প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ যে সংসদে বিশেষ অধিবেশন সেই অধিবেশনের আলোচ্য বিষয় নির্ধারণ হয়নি। সেই দিকটি সোনিয়া তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলে উল্লেখ। সংসদের পুরনো বিল্ডিংয়ে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশ বসছে। সূত্রের খবর, ১৯ সেপ্টেম্বর থেকে সেই অধিবেশন স্থানান্তরিত হবে সংসদের নতুন বিল্ডিংয়ে।

বিশেষ সূত্রে খবর, ইণ্ডিয়া নাম পরিবর্তন নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকা হতে পারে। সেই অধিবেশনে কেন্দ্রীয় সরকার রেজোলিওশন নিয়ে আসয়ে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জল্পনা আরও, G-20 সম্মেলনের আমন্ত্রণ পত্র ছাড়াও বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র-এর শেয়ার করা একটি নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফর সংক্রান্ত বিষয়ে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়। এই পরিস্থিতিতে সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রীকে চিঠি তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ।

অন্যদিকে, ক’য়েকদিন আগেই কংগ্রেস চেয়ারপার্সন জ্বর ও শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বলে সূত্রের খবর। এর আগেও চলতি বছর কংগ্রেস চেয়ারপার্সন দু-বার হাসপাতালে ভর্তি হন।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment