



সাশ্রয় নিউজ ★ লাদাঘ : লাদাঘকে পূর্ণ রাজ্যের দাবিতে আমরণ অনশনে বসার কথা জানালেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। সূত্রের খবর, ১৯ ফেব্রুয়ারি থেকে সোনম অনশন শুরু করবেন।

বেশ কিছুদিন ধরেই লাদাঘের মানুষের সাংবিধানিক অধিকার নিয়ে সরব সোনম। সংবিধানের ষষ্ঠ তপসিলের আওয়ায় মানুষের অধিকার সুরক্ষিত করার দাবি তুলেছেন তিনি। বিগত দিনে কেন্দ্র আশ্বাস দিলেও তা পূরণ না হওয়ায় মানুষের ভেতর ক্ষোভ তৈরি হয় বলে উল্লেখ। এর আগে লাগাঘের প্রকৃতি বাঁচানোর ডাকে পাঁচ দিনের প্রতীকী অনশন করেন সোনম। ১৯ ফেব্রুয়ারি থেকে কেন্দ্র শাসিত লাদাঘের পূর্ণ রাজায়ের দাবিতে অনশন শুরু করবেন বলে উল্লেখ। -সংগৃহীত ছবি
আরও খবর : Weather Update : তাপমাত্রার পতন, রাজ্যে ফের শুরু শীতের ইনিংস
