



সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : সম্প্রতি চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।

বিয়ের পরে তাঁর পরিবারের মনোমালিন্যর খবর সকলের সামনে বেরিয়ে আসে। তবে জাহিরের সঙ্গে সংসার পাতা যে খুব সহজ ছিল না তা স্পষ্ট হয়ে যায় তাঁদের বিয়ের পরেই। জাহিরের বাবাকে (Jahir Iqbal) অপছন্দের কথাও সোনাক্ষীর দাদা লব মিডিয়ার সামনে স্পষ্ট করে দেন। সিনহা পরিবারের কহল সংবাদ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

তবে কন্যার ইচ্ছে পূরণ করেছেন শত্রুঘ্ন সিনহা ও পূনম সিনহা (Shatrughan Sinha & Punam Sinha)। সিনহা দম্পতি তাঁদের একমাত্র কন্যাকে নিজ হাতে বিয়ে দিয়েছেন জাহিরের সঙ্গে। একটি সাক্ষাৎকারে সোনাক্ষী তাঁর বাবা ও মায়ের সম্পর্কের কথা জানান। সেখানে তিনি বলেন, “মা-ও জ়াহিরকে চিনতেন। ওঁরা নিজেরা ভালবেসে বিয়ে করেছিলেন। ওঁরা জানেন ভালবাসার অর্থ।” তিনি জানান, জাহিরের সঙ্গে সম্পর্কের কথা পুনম ও শত্রুঘ্নকে জানানোর পরে শত্রুঘ্ন বলেছিলেন, “যব মিঞা বিবি রাজ়ি, তো কেয়া করেগা কাজ়ি’। বাবা জ়াহিরকে চিনতেন, পছন্দও করতেন।” ওই সাক্ষাৎকারে সোনাক্ষী খোলসা করেন গোপন কথাটি, কী সেই গোপন কথা। সোনাক্ষীর কথায়, “জানেন তো, আমার বাবার জন্মদিন ৯ ডিসেম্বর। জ়াহিরের ১০ ডিসেম্বর। ফলে চরিত্রগত ভাবেও ওঁদের মধ্যে অনেক মিল রয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের ২৩ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। একটি রেঁস্তোরায় বসে দুই পরিবারের ঘনিষ্ঠরা একত্রিত হয়েছিলেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special | 1st September 2024, Issue 31 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | ১ সেপ্টেম্বর ২০২৪, সংখ্যা ৩১
