



দিদির সুরক্ষা কবচে গিয়ে বিক্ষোভের পড়লেন সোহম চক্রবর্তী
সাশ্রয় নিউজ ★ পূর্ব মেদিনীপুর : দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে রাজ্যে বহু জনপ্রতিনিধিই এলাকার মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়। এবার বিক্ষোভের মুখে পড়লেন অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোহম চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এলাকাবাসী তাঁর কাছে এলাকা উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বঞ্চনারও অভিযোগ করেন বলে উল্লেখ। বিধায়ক সোহম এলাকাবাসীর কথা মনযোগ দিয়ে শুনেছেন ও এলাকাবাসীকে আশ্বস্ত করেন বলে পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানান।
