Sasraya News

Smraiti Irani : রাজ্য সফরে এলেন স্মৃতি ইরানী

Listen

রাজ্য সফরে এলেন স্মৃতি ইরানী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ত্রিরস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে সফরে এলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। জানা যায় যে, একাধিক কর্মসূচি নিয়েই তিনি কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন। বিশেষসুত্রে খবর, স্মতি ইরানী শরৎচন্দ্রের বাড়িতে যেতে পারেন। বিমানবন্দর বন্দর সরাসরি তিনি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে হাওড়ার উলুবেড়িয়াতে যাবেন বলে উল্লেখ। কেউ কেউ মনে করছেন, রাজ্যের সংখ্যালঘু সংগঠনকে শক্তিশালী করতে রাজে পদার্পণ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read