Sasraya News

Smartphone : স্মার্ট ফোন কেনার জন্য নাবালিকার রক্ত বিক্রি

Listen

স্মার্ট ফোন কেনার জন্য নাবালিকার রক্ত বিক্রি

সাশ্রয় নিউজ : দুধের স্বাদ কী ঘোলে মেটে? বাংলায় প্রচলিত প্রবাদটির ব্যবহার যে কত জায়গায় কত রকমভাবে!  একজন ১৭ বছরের নাবালিকা স্মার্ট ফোনের জন্য রক্ত বিক্রি করতে হাজির হন, বালুরঘাট হাসপাতালে।  জানা যায় যে, তার বাড়িতে একটি ছোট মোবাইল ছিল। কিন্তু হাল আমলের স্মার্টফোনের আকাঙ্খা তাড়া করে চলে নাবালিকাকে। এই স্মার্ট ফোনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য নাবালিকা রওনা দেন, বালুরঘাট হাসপাতালে। হাসপাতাল কর্মীরা অপরিণত বয়সের নাবালিকাকে রক্ত বিক্রি করতে এলে সন্দেহ হয় হাসপাতাল কর্মীদের। দেশের সর্বোচ্চ আদালত রক্ত বিক্রি নিষিদ্ধ করেছে। হাসপাতালকর্মীরা চাইল্ড লাইনের হাতে তুলে দেন ওই নাবালিকাকে। চাইল্ড লাইনের কর্মীরা প্রথমে নাবালিকা ও পরে তাঁর বাবা-মা কে কাউন্সিলিং করে ছেড়ে দেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read