Sasraya News

Saturday, February 15, 2025

Sitaram Yechury Shifted To Ventilator At Delhi AIIMS : গুরুতর অবস্থায় ভেন্টিলেটরে সীতারাম ইয়েচুরি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yachuri) অসুস্থ। গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন দিল্লি এইমস-এ (Delhi AIIMS)। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এইএমস-এর (AIIMS) চিকিৎসকরা ভেন্টিলেটরে স্থানান্তরিত করেন বলে বিশেষ সূত্রে খবর (Sitaram Yechury Shifted To Ventilator At Delhi AIIMS)। সূত্রের আরও খবর, প্রবীণ সিপিআই(এম) নেতা নিউমোনিয়ায় আক্রান্ত। উল্লেখ্য যে, ফুসফুসে সংক্রমণের জন্য তাঁকে ১৯ আগষ্ট দিল্লি এইমএস হসপিটালে ভর্তি করা হয়। ছিলেন ওই হাসপাতালেরই আইসিসিইউ বিভাগে। প্রবীণ কমিউনিষ্ট নেতার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানা যায়। সেই বোর্ডের চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন বলে খবর। বিশেষ সূত্রে খবর যে, সম্প্রতি তাঁর চোখের ছানি অপারেশন হয়। অসুস্থতার জন্য কলকাতা আসতে পারেননি রাজনৈতিক সহযোদ্ধা বুদ্ধদেব ভট্টাচার্য-এর প্রয়াণের সময়ও। কেমন আছেন প্রবীণ কমিউনিষ্ট নেতা? চিকিৎসায় সাড়া দিচ্ছেন? দেশের অগণিত সহযোদ্ধা ঔৎসুক তাঁর শারীরিক অবস্থার গতিপ্রকৃতি জানার জন্য! করোনার সময় তাঁদের পুত্র বিয়োগ হয়েছিল। তারপরেও পুত্রশোক বুকে চেপে দলীয় কর্মসূচী ও দেশে সিপিআই(এম) দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন (CPIM General Secretary Sitaram Yechury) তাঁর সুস্থতা কামনা করছেন দেশের সমস্ত স্তরের কর্মী ও সমর্থকেরা।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Left Front Rally : রাজাবাজার থেকে শ্যামবাজার মানুষের গর্জন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment