SIR West Bengal, Chinsurah news | হুগলির গঙ্গার পাড়ে ছড়ানো ভোটার কার্ড: এসআইআর -এর আবহে তীব্র চাঞ্চল্য, রাজনৈতিক তরজা তুঙ্গে

SHARE:

জাতীয় নির্বাচন কমিশন স্বাস্থ্যসাথী কার্ডকে SIR নথি হিসাবে খারিজ করেছে। বাংলায় আধার ও আরও ১১টি নথি বাধ্যতামূলক। রাজনৈতিক মহলে নতুন বিতর্ক।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ চুঁচুড়া : হুগলি জেলার চুঁচুড়া (Chinsurah) রূপনগর মাঠে গঙ্গার পাড়ে বুধবার সকাল থেকেই অস্বাভাবিক ভিড়। কেউ ক্যামেরা হাতে, কেউ কৌতূহলী চোখে তাকিয়ে, কারণ, মাটির ওপরে ছড়ানো একটার পর একটা ভোটার কার্ড (Voter ID Card)। কে বা কারা এই কার্ডগুলি ফেলে দিয়েছে, তা এখনও প্রশাসনের অজানা, তবে গোটা এলাকায় ইতিমধ্যেই ছড়িয়েছে চাঞ্চল্য। জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক মহল, সবার আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই ভোটার কার্ডের রহস্য।চুঁচুড়ার রূপনগর মাঠ গঙ্গার পাড়ে অবস্থিত, জেলা শাসকের কার্যালয় (DM Office) থেকে খুবই অল্প দূরে। এমন সংবেদনশীল স্থানে সরকারি নথির মতো ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয়দের বক্তব্য, বুধবার সকালে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে নদীর ধারে মাটিতে পড়ে থাকা কিছু কাগজ দেখতে পান। কাছে যেতেই তাঁরা দেখেন, সেগুলি আসলে ভোটার কার্ড। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন।

স্থানীয় এক বাসিন্দা সন্দীপ মল্লিক বলেন, “এমন জিনিস তো ফেলা যায় না। ভোটার কার্ড মানে একটা মানুষের পরিচয়পত্র। এতগুলো কার্ড কে ফেলে রাখল, সেটা খতিয়ে দেখা উচিত।” এলাকার আরেক বাসিন্দা মণিকা বিশ্বাস বলেন, “এসআইআর (SIR)-এর কথা এখন সবার মুখে। এই সময় এই ঘটনা অন্য রকম বার্তা দিচ্ছে।” বস্তুত, রাজ্যজুড়ে এখন চলছে এসআইআর (SIR) অর্থাৎ Special Intensive Revision of Voter List -এর আলোচনা। আগামী বছরই বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশনের এই বিশেষ উদ্যোগে পুরনো ও নতুন ভোটার তালিকার মিলিয়ে দেখা হচ্ছে। তাতে যাঁরা মৃত বা অকার্যকর ভোটার, তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে। আর বৈধ ভোটারদের নাম, ছবি, ঠিকানা মিলিয়ে হালনাগাদ করা হচ্ছে। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) অভিযোগ তুলেছে, এসআইআর-কে হাতিয়ার করে বিজেপি (BJP) বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। অন্যদিকে বিজেপি বলছে, বহু বছর ধরে ভোটার তালিকায় ভুয়ো ও মৃত ভোটারের নাম রয়েছে, তা মুছে দেওয়ার উদ্যোগে আতঙ্কিত তৃণমূলই এখন নাটক করছে।হুগলির বিজেপি নেতা স্বপন পাল (Swapan Pal) বলেন, “ভোটার তালিকা হালনাগাদের কাজ কমিশনের নিয়ম অনুযায়ীই হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি ভোটার কার্ড নদীর ধারে পড়ে থাকে, তাহলে সেটা খুবই গুরুতর বিষয়। প্রশাসনকে তদন্তে নামতে হবে। এসআইআর-এর আবহে কেন এমন ঘটনা ঘটল, সেটা দেখা জরুরি।”

অন্যদিকে তৃণমূলের জেলা নেতা অরূপ দাস (Arup Das) পাল্টা মন্তব্য করেন, “এই সময় বিজেপি নানা রকম প্রপাগান্ডা ছড়াতে ব্যস্ত। কারা এই কার্ড ফেলে দিয়েছে সেটা এখনও জানা যায়নি। কিন্তু এই ঘটনাকে ঘিরে বিজেপি যেভাবে রাজনীতি করছে, তাতে বোঝা যাচ্ছে, তাদেরই কোনো সংগঠিত চক্রান্ত থাকতে পারে।” চুঁচুড়া থানার পুলিশ (Chinsurah Police) সূত্রে জানা খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার করা কার্ডগুলির বেশিরভাগই পুরনো, অনেকগুলির মেয়াদও শেষ। কিছু কার্ড আংশিকভাবে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হয়তো পুরনো নথি পরিষ্কারের সময় কেউ অসাবধানবশত এই নথিগুলি বাইরে ফেলে দিয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর হয়ে উঠেছে বলেই প্রশাসন সতর্কভাবে তদন্ত শুরু করেছে। হুগলি জেলার এক প্রশাসনিক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। ভোটার তালিকা বা পরিচয়পত্রের মতো সরকারি নথি কোনওভাবেই বাইরে ফেলে রাখা যায় না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে শেষ প্রকাশিত তালিকার তুলনামূলক যাচাইয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই কাজে বিএলওরা (BLOs – Booth Level Officers) মাঠে নেমেছেন। তাঁরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নথি যাচাই করছেন। প্রশাসনের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে চলছে। কিন্তু হঠাৎ গঙ্গার পাড়ে এই ধরনের নথি পড়ে থাকতে দেখা যাওয়ায় স্বচ্ছতা নিয়েই উঠছে প্রশ্ন।

রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এসআইআর -এর মতো গুরুত্বপূর্ণ সময়ে এই ঘটনা জনমনে বিভ্রান্তি তৈরি করবে। নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এমন অস্বাভাবিক ঘটনা ভোটারদের আস্থায় ফাটল ধরাতে পারে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করে দেখা হবে, প্রয়োজন হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে গোটা রাজ্যজুড়ে এসআইআর (SIR) প্রক্রিয়াকে ঘিরে যেমন রাজনৈতিক হইচই, তেমনই ভোটারদের মধ্যেও কৌতূহল, কাদের নাম বাদ পড়ছে, কারা থাকছে, তা নিয়েই চর্চা। তার মধ্যেই হুগলির এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, রাজ্যের ভোটার তালিকা কতটা নিরাপদ?

ছবি : প্রতীকী ও সংগৃহীত 
আরও পড়ুন : বঙ্গের ভোটার তালিকায় ৫০% নাম উধাও! সাত জেলায় Pre-SIR যাচাইয়ে চাঞ্চল্য-রাজনীতিতে নতুন অগ্নিস্ফুলিঙ্গ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন