SIR 2025, SIR in Bengal | SIR নিয়ে আতঙ্ক নয়, জানুন কবে বাদ পড়বে আপনার নাম ভোটার তালিকা থেকে, বিশেষজ্ঞের সহজ ব্যাখ্যা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা: রাজ্যে এখন আলোচনার কেন্দ্রে একটাই শব্দ, SIR। বাংলার রাজনীতির অভিধানে সাম্প্রতিক কালে এই তিন অক্ষরই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। পূর্ণরূপে এটি Special Intensive Revision, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পুনর্বিবেচনা। নির্বাচন কমিশন (Election Commission) প্রতি বছরই এই প্রক্রিয়া করে থাকে, তবে এবার তার পরিসর ও গুরুত্ব অনেক বেশি। ফলে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই SIR থেকে বাদ পড়বে না তো আমার নাম? সেই সংশয় দূর করতে বিশেষজ্ঞদের মতামত ও নির্বাচন কমিশনের নীতিমালার ভিত্তিতে তুলে ধরা হল সাধারণের সব প্রশ্নের উত্তর।

সবচেয়ে আগে জানা দরকার, SIR কোনও নাগরিকত্ব যাচাই নয়। এটি ভোটার তালিকার শুদ্ধিকরণ প্রক্রিয়া। অর্থাৎ, যাঁদের নাম ভোটার তালিকায় থাকা উচিত, কিন্তু নেই, তাঁদের নাম অন্তর্ভুক্ত করা; আবার যাঁরা কোনও কারণে আর যোগ্য নন, তাঁদের নাম বাদ দেওয়া। এই প্রক্রিয়ায় নাগরিকের সক্রিয় অংশগ্রহণই মূল চাবিকাঠি। একজন বাসিন্দা হিসেবে SIR চলাকালীন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, BLO (Booth Level Officer) যখন বাড়িতে আসবেন, তখন প্রমাণপত্র প্রস্তুত রাখা। সাধারণত ১১টি নথির মধ্যে একটি বা দুটি দেখালেই হবে। তবে অনেকের মনেই প্রশ্ন, ঠিক কোন কোন কাগজপত্র লাগবে? বিহারের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে, বাংলাতেও নির্বাচন কমিশন একই মডেল অনুসরণ করবে।

নথিগুলির মধ্যে রয়েছে জন্ম সনদ (Birth Certificate), প্যান কার্ড (PAN Card), ভোটার কার্ড (Voter ID), পাসপোর্ট, রেশন কার্ড, ব্যাংক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ইত্যাদি। বিশেষভাবে উল্লেখযোগ্য, আধার কার্ড (Aadhaar Card)— একে যদিও অনেকেই চূড়ান্ত প্রমাণপত্র ভাবেন, কিন্তু বাস্তবে তা নয়। সুপ্রিম কোর্ট (Supreme Court) আগেই জানিয়েছে, আধার পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। ফলে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে নিজের নাম ভোটার তালিকায় রাখার নিশ্চয়তা পাওয়া যাবে না। এই বিষয়ে নির্বাচন কমিশনের এক প্রাক্তন কর্মকর্তা স্পষ্ট বলেন, “আধার কার্ড পরিচয় প্রমাণ করে, নাগরিকত্ব নয়। তাই অন্য কোনও প্রামাণ্য নথিও রাখা জরুরি।”

যাঁদের জন্ম শংসাপত্র নেই, তাঁদের চিন্তার কিছু নেই। অন্যান্য নথির মাধ্যমে প্রমাণ দেখানোই যথেষ্ট। কমিশনের মতে, “সব নথি দেওয়া বাধ্যতামূলক নয়, একটি বা দু’টি নথি যথেষ্ট, যদি তা সঠিক হয়।” অর্থাৎ কোনও নাগরিক কেবল জন্ম শংসাপত্র না থাকলেই বাদ পড়বেন না। আরেকটি সাধারণ প্রশ্ন, যদি BLO বাড়িতে আসেন আর সেই সময়ে কেউ উপস্থিত না থাকেন? বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের অন্য সদস্য বৈধ নথি দেখাতে পারেন। তবে সতর্কতা বজায় রাখা জরুরি, যাতে ভুল তথ্য না যায়। BLO-রা সাধারণত পুনরায় দেখা করার সুযোগ দেন, তাই আতঙ্কের কিছু নেই।

যাঁরা কাজের সূত্রে বাংলার বাইরে থাকেন, যেমন মুম্বই, বেঙ্গালুরু বা দিল্লিতে ইত্যাদি বহু জায়গায়, তাঁদের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা আছে। BLO পরিবারের বাকি সদস্যদের থেকে প্রাথমিক নথি সংগ্রহ করবেন, তারপর প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডেকে পাঠানো হবে স্থানীয় ERO (Electoral Registration Officer)-এর দফতরে। সেখানেই চূড়ান্ত যাচাই হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, “যদি কোনও অসঙ্গতি না থাকে, বাইরে থাকা ভোটারদের নাম বাদ যাবে না।”

আরও একটি জটিল প্রশ্ন, যদি কেউ আগে অন্য বিধানসভায় ভোটার ছিলেন, এখন অন্য জায়গায় নাম তুলতে চান? সেক্ষেত্রে পুরনো ভোটার কার্ড জমা দিতে হবে, তারপর নতুন ঠিকানায় আবেদন জানাতে হবে। এক্ষেত্রে পুরনো তালিকা থেকে নাম স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। কমিশনের নিয়ম অনুযায়ী, “একজন নাগরিকের এক ঠিকানায়ই নাম থাকতে পারে।” কিন্তু, বড় উদ্বেগের বিষয় হল, যদি কারও নাম গত দুই বছর ধরে ভোটার তালিকায় না আসে, তাহলে কী হবে? নির্বাচন কমিশন জানাচ্ছে, যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে, তাহলে ভয় নেই। BLO সেই রেকর্ড ও আপনার পারিবারিক ভোটার তথ্য যাচাই করে নাম পুনর্বহাল করবেন। তবে যাঁদের ভোটার কার্ডই নেই, তাঁদের জন্য প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্ক নয়, সচেতন হওয়াই বুদ্ধিমানের কাজ। SIR চলাকালীন যাঁদের BLO এসে দেখা করবে, তাঁরা নথি প্রস্তুত রাখুন, এতে সময়ও বাঁচবে, ভুলের সম্ভাবনাও কমবে। নির্বাচন কমিশনের তরফে এক কর্মকর্তা বলেছেন, “এটি কোনও বাদ দেওয়ার অভিযান নয়, এটি নাগরিক তালিকা সঠিক রাখার প্রক্রিয়া।” তাহলে প্রশ্ন একটাই, কবে বাদ পড়বে নাম? কমিশনের নিয়ম অনুযায়ী, যদি নাগরিক পরিচয় বা ঠিকানা যাচাইয়ে বড় অসঙ্গতি ধরা পড়ে, তবেই নাম বাদ দেওয়া হবে। BLO যাচাইয়ের পরও যদি নথি মেলে না, তখনই সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ পাঠানো হবে, এবং নিজের বক্তব্য জানানোর সুযোগ থাকবে। অর্থাৎ, কেউই বিনা কারণ ভোটার তালিকা থেকে বাদ যাবেন না। সুতরাং, ভয় নয়, প্রস্তুতি নিন। নিজের ও পরিবারের নথি হাতে রাখুন। কারণ SIR হল অংশগ্রহণের সুযোগ, বাদ পড়ার নয়।

ছবি : সংগৃহীত ও প্রতীকী

আরও পড়ুন : SIR in Bengal, BLO showcause notice, West Bengal Election Commission | এসআইআরের আগে তুফান! বাংলায় ৬০০ বিএলও-কে শোকজ, কমিশনের তৎপরতায় চাঞ্চল্য

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন