



সিঁথিতে পৌঢ়ের মৃত্যু, অভিযোগ ছেলের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ছেলের হাতে বাবার মৃত্যু? রহস্য ঘণিভূত হচ্ছে সিঁথির পৌঁড়ের মৃত্যু ঘিরে! কী হয়েছিল? জানা যায়, এক বৃদ্ধের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। প্রতিবেশীরা দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বছর ৬৫-র উৎপলকান্তি রায়। উৎপল বাবুর এমন অবস্থা দেখে তড়িঘড়ি লোকাল থানায় খবর দেন তাঁরা। সিঁথি থানার পুলিশ এসে আহত উৎপল বাবুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ (মঙ্গলবার) ভোর রাতে মৃত্যু হয় উৎপল বাবুর।
স্থানীয় বাসিন্দারা জানান, উৎপলকান্তি রায় একজন রিটায়ার্ড চার্টাড অ্যাকাউন্ট্যান্ট। বাবা ও ছেলে সিঁথির নাথ লেনের বাড়িতে থাকতেন। ছেলে উদ্দীপ্ত রায় প্রায়ই নেশা করত। নেশার অর্থ যোগাতে হত উৎপল বাবুকে। এমতাবস্থায় বাইক সারানোর যন্ত্রপাতির দোকানও করে দিয়েছিলেন ছেলেকে।
কালীপুজোর রাতেও নেশা করে এসে বাবার থেকে টাকা চায়, উদ্দীপ্ত। উৎপল বাবু টাকা দিতে না চাইলে বাবাকে প্রহার করে বলে সুত্রের খবর। উৎপল বাবুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।
