Sasraya News

Saturday, February 8, 2025

Silchar : বন্ধু লিটল ম্যাগাজিনের সম্মাননা

Listen

রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ : সম্প্রতি  শিলচরের লিটল ম্যাগাজিন ‘বন্ধু’-র পক্ষ থেকে কবি দেবাশিস চন্দকে সম্মাননা প্রদান করা হয়। শিলচরে (Silchar) গত বৃহস্পতিবার দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল ট্রাস্টের লাইব্রেরিতে এক অনুষ্ঠানের মধ্য দিকে কবিকে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন কবি ও সঙ্গীতশিল্পী অংশ গ্রহণ করেন।

দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরী পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা দিয়ে স্বাগত জানান অধ্যাপক শ্যামানন্দ চৌধুরী। অনুষ্ঠানে বন্ধুর পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা পত্র দিয়ে কবি দেবাশিস চন্দকে সম্মান জানান কবি চন্দ্রিমা দত্ত ও বন্ধু-এর সম্পাদক শতদল আচার্য। কবি দেবাশিস চন্দ তাঁর বক্তৃতায় বরাকের সাহিত্যের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ভাষার সংঘাত সহযোগিতা সহমর্মিতা অনেক সমস্যার সমাধান করতে পারে। ভারতীয় ছবি নিয়ে বিভিন্ন প্রসঙ্গও তাঁর আলোচনায় উঠে আসে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সায়ন আচার্য, শ্রাবণী সরকার, সীমা পুরকায়স্থ। কবিতা পাঠে অংশ নেন অধ্যাপক দুর্বা দেব, অধ্যাপক শ্যামাননদ চৌধুরী, জয়শ্রী ভট্টাচার্য, অধ্যাপক মমতা চক্রবর্তী, দোলনচাঁপা দাস পাল, শর্মিলী দেব কানুনগো, মৃদুলা ভট্টাচার্য, শিপ্রা দাস, ভাস্কর দাস অর্ক, শর্মী দে, দেবলীনা রায়, দেব প্রতীম দেব, শর্মিলি দেব কানুনগো, কস্তুরী হোম চৌধুরী, নীলাদ্রি ভট্টাচার্য, রবিশঙ্কর ভট্টাচার্য, নৃত্যশিল্পী শিপ্রা পুরকায়স্থ। এদিনের অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বন্ধু-এর সম্পাদক কবি শতদল আচার্য।

আরও পড়ুন : Sasraya News, Literature Special, Issue 17, May 19, 2024 ★ সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল। সংখ্যা ১৭। মে ১৯, ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment