Shubman Gill, India vs Australia ODI, dropped catches | দুটো ক্যাচ ফেলে ম্যাচ জেতা যায় না! সিরিজ হারের পর ফিল্ডিংয়ে ক্ষোভ উগরে দিলেন শুভমন

SHARE:

অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারার পর দলের ফিল্ডিংয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভমন গিল (Shubman Gill)। জানালেন, ক্যাচ ফেললে ম্যাচ জেতা যায় না। রোহিতের (Rohit Sharma) ব্যাটিংয়ে খুশি হলেও ফিল্ডিং নিয়ে স্পষ্ট অসন্তোষ। After losing the ODI series against Australia, Indian captain Shubman Gill blamed poor fielding for the defeat, saying, “You can’t win matches by dropping catches.” He praised Rohit Sharma’s innings but admitted India’s fielding cost them the game.

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ হারতেই ভারতের (India) সিরিজ হাতছাড়া। সেই সঙ্গে অধিনায়ক হিসাবে প্রথম ওয়ানডে সিরিজেই হার দেখতে হল শুভমন গিলকে (Shubman Gill)। বৃহস্পতিবার ম্যাচ শেষে তাঁর কণ্ঠে ফুটে উঠল হতাশা, ক্ষোভ আর আত্মসমালোচনার মিশেল। ম্যাচে ব্যাট হাতে দলকে ৩০০-এর উপরে পৌঁছে দিয়েও শেষ পর্যন্ত হার, তার প্রধান কারণ হিসেবে শুভমন স্পষ্টভাবে দুষলেন দলের ফিল্ডিংকে।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে শুভমন বললেন, “আমার মনে হয়, আমরা যথেষ্ট ভাল রান করেছিলাম। কিন্তু দুটো ক্যাচ পড়ে গেলে ম্যাচ জেতা সহজ হয় না। ওই দুই ক্যাচই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দেয়। ফিল্ডিংয়ে আরও মনোযোগ দরকার।” তাঁর গলায় ছিল মৃদু বিরক্তির সুর। শুভমনের বক্তব্য অনুযায়ী, অস্ট্রেলিয়ান ব্যাটাররা শুরুতে চাপের মুখে ছিল। কিন্তু ভারতের ফিল্ডাররা দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলতেই ম্যাচের চিত্র বদলে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝের ওভারগুলোতে একাধিক সুযোগ হাতছাড়া হয়। বিশেষ করে মিড-অফে এবং স্কোয়ার লেগে ফিল্ডারদের ভুলে ম্যাচের গতি চলে যায় প্রতিপক্ষের দিকে। শুভমন আরও বলেন, “খেলা যত গড়িয়েছে, পিচ ব্যাট করার জন্য তত ভালো হয়েছে। প্রথম ইনিংসে উইকেটে সামান্য মুভমেন্ট ছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা একদমই ছিল না। ফলে অস্ট্রেলিয়ার ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে শট খেলতে পেরেছে।”

শুভমন স্বীকার করেছেন, “আমাদের বোলাররা প্রথম দিকে দারুণ শুরু করেছিল। কিন্তু ফিল্ডিংয়ে ত্রুটি হলে চাপটা টিকিয়ে রাখা যায় না। ক্যাচ হাতছাড়া করা মানেই ম্যাচ হাতছাড়া করা।” উল্লেখ্য যে, টসের ফল নিয়ে প্রশ্ন উঠতেই শুভমন তাতে গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, “এই ম্যাচে টসের প্রভাব তেমন কিছু ছিল না। দুটো দলই প্রায় ৫০ ওভার ব্যাট করেছে। প্রথম ইনিংসের ১০-১৫ ওভারের পর উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যায়।” শুভমন আশার কথাও শুনিয়েছেন রোহিত শর্মাকে (Rohit Sharma) ঘিরে। কিছুদিনের মধ্যেই ফিরে এসেছে তাঁর পুরনো ছন্দ। শুভমনের কথায়, “রোহিত দারুণ ব্যাট করেছে। যেভাবে ইনিংস শুরু করেছে, তাতে আমরা সবাই খুশি। অনেকদিন পর ওকে পুরনো মেজাজে দেখা গেল। আশা করি, আগামী ম্যাচেও এই ধারাবাহিকতা বজায় রাখবে।” অন্যদিকে, ম্যাচে ভারতের বোলাররা মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে ব্যর্থ হন। যদিও শুরুটা ভালো ছিল, কিন্তু মাঝপথে গতি হারায় বোলিং ইউনিট। অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ও স্টিভ স্মিথ (Steve Smith) শান্ত মাথায় ইনিংস গড়ে তোলেন। সুযোগ পেয়ে তাঁরা ভারতীয় ফিল্ডারদের ভুলের পুরো ফায়দা তোলেন।

সমালোচকদের মতে, ভারতের ফিল্ডিং ল্যাপস এই সিরিজ হারের বড় কারণ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার (Sanjay Manjrekar) বলেন, “এই লেভেলে ফিল্ডিংয়ের এমন ভুল অমার্জনীয়। আপনি যদি বড় দলকে হারাতে চান, তাহলে প্রতিটি ক্যাচই ধরতে হবে।” সোশ্যাল মিডিয়াতেও ম্যাচ-পরবর্তী সময়ে শুভমনের সততা প্রশংসিত হয়েছে। অনেক ভক্ত বলেছেন, “অধিনায়ক হিসেবে দোষ স্বীকার করার সাহস দেখিয়েছেন শুভমন, এটা বড় ব্যাপার।”

কিন্তু, ভারতের এই হার বড় শিক্ষা হয়ে থাকছে বিশ্বকাপের আগে। দলের ফিল্ডিংয়ে পুনর্গঠন এবং মানসিক দৃঢ়তা ফেরানো এখন প্রধান চ্যালেঞ্জ।শনিবার সিরিজের শেষ ম্যাচে কী পরিবর্তন আনেন শুভমন, সেটাই এখন দেখার বিষয়। ইতিমধ্যেই ফিল্ডিং কোচ জানিয়েছেন, “আমরা ফিল্ডিংয়ে নতুন পরিকল্পনা করছি। হয়তো কিছু নতুন মুখও দেখা যাবে।” ফিল্ডিংয়ের পাশাপাশি বোলারদের নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ বলে মত বিশ্লেষকদের। ভারতের সামনে এখন নিয়মরক্ষার ম্যাচ হলেও, আসলে সেটাই হতে পারে পরবর্তী টুর্নামেন্টের মানসিক প্রস্তুতি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই পরাজয়ে ভারতের একাধিক প্রশ্ন সামনে এসেছে- ফিটনেস, ফোকাস, আর মনোবল। শুভমনের নেতৃত্বে দল সেই প্রশ্নের উত্তর দিতে পারবে কি না, শনিবারই দেখা যাবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shubman Gill Captaincy, India Australia 1st ODI | প্রথম ম্যাচেই চাপে শুভমন, টপ অর্ডারের ব্যর্থতার দিকে আঙুল! রোহিত-কোহলি কি অধিনায়কের নিশানায়?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন