



প্রভাকর সিংহ :: সাশ্রয় নিউজ, মুম্বাই : ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে সম্প্রতি কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন দাবি করে যে, গিল ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন, তবে এই কথাটি একবারেই সঠিক নয়। উল্লেখ্য যে, শুভমন গিল ইংল্যান্ড সফরে খেলবেন। গিল ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। সিরিজটি ২০ জুন ২০২৫ লিডসে শুরু হবে। এখানে জানিয়ে রাখা ভাল, ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজটি ২০২৫–২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেরই অংশ।
বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, কেন শুভমন গিল (Shubman Gill) ভারতীয়-এ ম্যাচ খেলছেন না? সূত্রের খবর, শুভমন গিলকে ৬ জুন নর্থ্যাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত A দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলানোর পরিকল্পনা ছিল। তবে, আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে তার দল প্লে-অফে পৌঁছানোয়, বিসিসিআই তাঁকে অতিরিক্ত চাপ মুক্ত রাখতে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছে। এই সিদ্ধান্তটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে দেখা হয়েছে বলে অংশ। শুভমন গিলের কোনও ইনজুরি নেই। বিসিসিআই (BCCI) ও কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে নির্বাচকরা সিদ্ধান্ত নেন, টানা খেলার পর তাকে কিছুটা বিশ্রাম দেওয়া উচিত। যাতে তিনি ইংল্যান্ড সফরে সম্পূর্ণ সতেজ ও প্রস্তুত থাকতে পারেন।
যদিও শুভমন ভারতীয়-‘A’ দলের প্রস্তুতি ম্যাচে খেলবেন না। ১৩ জুন থেকে শুরু হওয়া একটি ইনট্রা-স্কোয়াড ওয়ার্ম-আপ ম্যাচে অংশগ্রহণ করবেন খবর। এটি তাকে ইংল্যান্ডের ক্রিকেটের জলহাওয়া, পিচ প্রভৃতির সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একনজরে ভারত ও ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচির দিকে দেখলে দেখা যায়, প্রথম টেস্ট: ২০ জুন, লিডস-এ। পরবর্তী টেস্টগুলি যথাক্রমে : এজবাস্টন, লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড, ওভাল।ভারতের টেস্ট ক্রিকেট টিমের নয়া ক্যাপ্টেন শুভমন গিল ইংল্যান্ড সফর থেকে ছিটকে যাননি। তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে সিরিজে অংশগ্রহণ করবেন। গিলকে প্রস্তুতি ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ, যাতে তিনি মেন সিরিজের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারেন। আপাতত চোখ থাকবে সেই সিরিজের দিকেই বলে মত ক্রিকেট সমালোচকদের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :Mutton Rezala : জামাইষষ্ঠীর সন্ধেবেলায় জামাইদের পেটপুজোয় শ্বাশুড়িদের প্রথম পছন্দ মাটন রেজালা
