



মিলন দত্ত ★ সাশ্রয় নিউজ : ক্রিকেট আর গ্ল্যামার দুনিয়ার প্রেম কোনও নতুন গল্প নয়। একাধিকবার বলিউডের অভিনেত্রীদের প্রেমে পড়েছেন ক্রিকেটাররা। আবার কখনও ক্রিকেটারদের প্রেমে মজেছেন অভিনেত্রীরা। এবার সেই চেনা গল্পেই নতুন এক অধ্যায় জুড়লেন মডেল ও অভিনেত্রী এডিন রোজ (Aedin Rose)। খোলা মুখেই জানালেন, তিনি নাকি পাগলের মতো ভালবেসে ফেলেছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। এমনকি এতটাই ভালবাসেন যে শ্রেয়সকে মনে মনে স্বামী হিসেবেও মেনে নিয়েছেন তিনি!

সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকে দেওয়ার মতো একাধিক মন্তব্য করেন এডিন। তাঁর দাবি, শ্রেয়সের প্রতি তাঁর প্রেম কোনও সাধারণ ক্রাশ নয়। বরং অনেকটাই গভীর। বললেন, “আমি ওঁকে খুবই ভালবাসি। মন থেকে শ্রেয়সকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। এমনকী ভবিষ্যতে ওঁর সন্তানদের মা হতেও চাই।” অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তির পর থেকেই উত্তাল নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় এডিন বরাবরই বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ও স্টোরিগুলিতে শ্রেয়সের প্রতি একাধিক ইঙ্গিত মিলেছিল আগেই। তবে এত স্পষ্ট করে প্রেমের কথা নিজেই বলে দেওয়ায় বিস্মিত নেটাগরিকরা। কেউ বলছেন, “এ তো একতরফা প্রেমে ডুবে যাওয়া!” আবার কারও মন্তব্য, “যদি শ্রেয়স জানত, তাহলে কী বলতেন?”

অভিনেত্রীর দাবি, প্রথম থেকেই তিনি ক্রিকেট পছন্দ করেন। তবে শ্রেয়স আইয়ারের খেলা দেখেই তাঁর প্রতি এক গভীর অনুরাগ জন্ম নেয়। বিশেষ করে ব্যাট হাতে শ্রেয়সের আগ্রাসী খেলা, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার ধরণ, আর অফ ফিল্ডে তাঁর স্টাইল সেন্স সব মিলিয়ে একেবারে মুগ্ধ তিনি। এই প্রেমের ঘোষণা সামনে আসতেই প্রশ্ন উঠছে, শ্রেয়স কি জানেন এডিনের এই গভীর অনুভূতির কথা? এখনও পর্যন্ত শ্রেয়সের দিক থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তাঁর কোনও ঘনিষ্ঠ সূত্রও এ বিষয়ে কিছু বলেননি। ফলে এটি একতরফা প্রেম না কি গোপনে দুই তরফেই কিছু চলছে, সেই রহস্য এখনও জিইয়ে রেখেছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পাঞ্জাব কিংস (Punjab Kings) অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার বর্তমানে আইপিএল ব্যস্ততায় ডুবে রয়েছেন। মাঠে যতটা কড়া মেজাজে দেখা যায়, মাঠের বাইরে ঠিক ততটাই তিনি প্রাইভেট লাইফ বজায় রাখতে ভালবাসেন।এতদিনে নানা অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়ালেও কখনও প্রকাশ্যে কোনও সম্পর্কে তিনি স্বীকৃতি দেননি। শোনা যায়, তাঁর জীবনে বিশেষ একজন রয়েছেন, যাঁকে নিয়ে তিনি অত্যন্ত সিরিয়াস, তবে সেই নাম কোনও দিনই জনসমক্ষে আনেননি শ্রেয়স। তাই এডিনের এই সরব প্রেম ঘোষণা কতদূর গড়ায়, তা এখন সময় বলবে।

তবে একতরফা প্রেম হলেও তা ঘিরে যে আলোচনা তুঙ্গে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ এই সাহসী প্রেম ঘোষণাকে সাধুবাদ জানাচ্ছেন, কেউ আবার এটিকে পাগলামো বলে কটাক্ষ করছেন। তবু এডিন কিন্তু নিজের অবস্থানে অটল। তাঁর মতে, “ভালবাসা মানে অপেক্ষা নয়, ভালবাসা মানে প্রকাশ। আর আমি সেটা করেছি।” ক্রিকেট মাঠের বাইরের এই রোমান্স নিয়ে এখন চর্চা চলছে সর্বত্র। এডিন-শ্রেয়স জুটির ভাগ্যে ঠিক কী আছে, তা ভবিষ্যতই জানাবে। আপাতত প্রেম নিয়ে আরও কোনও প্রতিক্রিয়া দেন কি না শ্রেয়স, সেদিকেই তাকিয়ে ভক্তমহল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Starlink : ভারতে স্টারলিঙ্কের উড়ান শুরু, ইন্টারনেট বিপ্লবের দোরগোড়ায় দেশ
