Sasraya News

Shreyas Iyar : বাবা হলেন শ্রেয়স! নায়িকার উল্লাস

Listen

সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস গড়ার পর প্রেমঘূর্ণিতে নাম লেখালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyar)। আহমেদাবাদ (Ahmedabad) থেকে শুভেচ্ছা রইল বেঙ্গালুরু (Bengaluru) শিবিরে। আইপিএল ২০২৫ (IPL 2025) এর ফাইনাল ম্যাচে এক ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়ে থাকল নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)।

এডিন রোজ। ছবি :সংগৃহীত

১৮ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru – RCB) প্রথমবারের জন্য হাতে তুলল চ্যাম্পিয়ন ট্রফি। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের পর চতুর্থবার ফাইনাল খেলে এবার জয়ের হাসি হাসল বিরাট কোহলি (Virat Kohli)-দের দল। পাঞ্জাব কিংস (Punjab Kings-)-এর বিরুদ্ধে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয়।যেখানে শেষ বল পর্যন্ত ম্যাচ ঝুলে ছিল, সেখান থেকেই রুপকথার মতো চ্যাম্পিয়নের তকমা পেল বেঙ্গালুরু।

এডিন রোজ। ছবি :সংগৃহীত

কিন্তু মাঠের রোমাঞ্চের থেকেও বেশি আলোড়ন তুলে দিল মাঠের বাইরের এক বয়ান। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার ক’য়েক ঘণ্টার মধ্যেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-কে নিয়ে বিস্ফোরক দাবি করে বসলেন মডেল-অভিনেত্রী এডিন রোজ (Edin Rose)। ইনস্টাগ্রামে তাঁর ১.২ মিলিয়ন ফলোয়ারের সামনে কার্যত এক তরঙ্গ তোলার মতো ভিডিও পোস্ট করে এডিন জানালেন, “আমি বিশ্বাস করি আমি শ্রেয়সের সন্তানের মা। আমি মনে করি আমরা ইতিমধ্যেই বিবাহিত।”

এডিন রোজ ও শ্রেয়স আইয়ার। ছবি : সংগৃহীত

এডিন রোজকে আগে দেখা গিয়েছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস এইটটিন’-এ (Bigg Boss 18)। সেই শো থেকেই তাঁর পরিচিতি ব্যাপকভাবে ছড়ায়। পরে যদিও সিনেমা বা সিরিয়ালে তাঁকে বেশি দেখা যায়নি। তবে বিভিন্ন গ্ল্যামারাস ইভেন্টে ও সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট সক্রিয়। প্রায়শই খোলামেলা ছবি বা ভিডিও পোস্ট করে সংবাদ শিরোনামে উঠে আসেন। কিন্তু শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁর সম্পর্ক বা সংযোগ নিয়ে এই প্রথম এভাবে প্রকাশ্যে কথা বললেন এডিন। তাঁর দাবি, “শ্রেয়স আমার স্বপ্নের পুরুষ। আমি ওকে নিয়ে দিবাস্বপ্ন দেখি। আমি ওর সঙ্গে মানসিকভাবে জুড়ে গিয়েছি। এটাই আমার শক্তি। এটা বজায় রাখতে হবে।

এডিন রোজ। ছবি :সংগৃহীত

আপনার ভাবনাই বাস্তবে পরিণত হয়, বিশ্বাস করতে হবে, ‘ডেলুলু’ (delulu) অর্থাৎ ডিলিউশনের মধ্যেই সত্যি লুকিয়ে থাকে।” এক অনুগামী প্রশ্ন করেন, শ্রেয়সকেই কেন এইভাবে ভালোবাসেন? উত্তরে এডিন বলেন, “ও আমাদের দেশের হয়ে খেলে। এর চেয়ে গর্বের আর কী হতে পারে? ও দক্ষিণ ভারতীয়। আমার বাবাও তামিলিয়ান ছিলেন। এই সংযোগ আমার কাছে বিশেষ কিছু। শ্রেয়সের মধ্যে একটা স্নিগ্ধ আত্মবিশ্বাস আছে, যা আমাকে টানে।” অবশ্য এই পুরো বিষয় নিয়ে শ্রেয়স আইয়ার নিজে এখনও কোনও মন্তব্য করেননি। মাঠে তাঁর পারফরম্যান্স যতই নজরকাড়া হোক, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই রয়ে সয়ে থাকেন। ক্রিকেট ও ব্যক্তিজীবনকে আলাদা রাখতে চাওয়ার ইচ্ছাই বারবার তাঁর কথায় প্রকাশ পেয়েছে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পর ক্রিকেট মহলে যেমন গুঞ্জন শুরু হয়েছে, তেমনই সামাজিক মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে নিছক একতরফা ভালবাসা বা ‘ক্রাশ’ বললেও কেউ কেউ বলছেন, এটা হতে পারে একটি পাবলিসিটি স্টান্ট। আবার কেউ কেউ বলছেন, এই ধরনের ভালোবাসা কখনও কখনও বাস্তবেও রূপ নেয়। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র এই শিরোপাজয় শ্রেয়স আইয়ারের জন্যও এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও তিনি মূলত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে পরিচিত, তবে চলতি মরসুমে বদলির খেলোয়াড় হিসেবে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা এবং মাঠে উপস্থিতি একাধিকবার পঞ্জাবকে ম্যাচে এগিয়ে দিয়েছিল। কিন্তু শেষমেশ ভাগ্য আর সময় একসঙ্গে ছিল না।

এডিন রোজ ও শ্রেয়স আইয়ার। ছবি : সংগৃহীত

পঞ্জাবের স্বপ্নভঙ্গ হলেও ফাইনালের উত্তেজনা এবং এডিনের মন্তব্য মিলিয়ে এই বছর আইপিএল যেন ক্রিকেট ও সেলেব-সংস্কৃতির এক অনন্য মিশ্রণ হয়ে উঠল। এখন দেখার, এই প্রেমঘটিত হাওয়া আর কতদূর গড়ায়। ক্রিকেট মাঠ থেকে সরাসরি রোম্যান্সের খবরে নাম জড়ানো। এই প্রথম নয় শ্রেয়স আইয়ারের জন্য। কিন্তু এবারকার ঘোষণা যেন একটু বেশিই সাহসী। সময়ই বলবে এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায় গিয়ে থামে। তবে আপাতত, মাঠে আর মাঠের বাইরে।দু’জায়গাতেই শ্রেয়স আছেন চর্চার কেন্দ্রে।

সমস্ত ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Amir Khan : আবার পর্দায় আবেগের ছোঁয়া, ‘সিতারে জমিন পর’ ছবিতে জীবনের দুই নারীকে সঙ্গে নিয়ে ফিরছেন আমির খান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read