



ফাল্গুনী চক্রবর্তী ★ শিলং : শিলং রবীন্দ্রনাথ টেগোর ক্লাব বা আরটিসি আয়োজন করে বিশেষ অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে বসে আঁকো প্রতিযোগিতায়। এছাড়াও ছিল আবৃত্তি, ফান গেমস প্রভৃতি। আয়োজকদের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও। তাঁদের কথায়, শিশুদের মানসিক বিকাশে এই ধরণের অনুষ্ঠান বিশেষ সহায়ক। বর্তমান অস্থির সময়ের ভেতর দিয়ে যখন সমাজ ধাবমান, যান্ত্রিক জীবনযাত্রা গ্রাস করেছে জনসমাজকে। ছোট্ট পরিবারের গণ্ডীর মধ্যেই শিশুরা আটকে যাচ্ছে। এহেন ক্ষেত্রে, স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যদি এভাবে শিশুদের জন্য এগিয়ে আসে তবে ওঁরা সুন্দর ভবিষ্যতের হাতছানি পেতে পারে। জানাচ্ছেন, সচেতন অভিভাবকরা। উল্লেখ্য যে এই অনুষ্ঠানটি হয় শিলং ল্লাবান অসামীস হাই স্কুলে।
