Sasraya News

Saturday, February 8, 2025

Shillong : শিলংয়ের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন

Listen

ফাল্গুনী চক্রবর্তী ★ শিলং : আজ বিগত ৪ থেকে ৫ বছর পূর্বে ও শিলংয়ে স্বাধীনতা দিবস ঘিরে থাকত অজানা আতঙ্ক। এইবারও স্থানীয় দল এইচ এন এল সি ১৪ আগষ্ট সন্ধ্যে ৬ টা থেকে ১৬ আগস্ট ভোর ৬ টা পর্যন্ত বন্ধ এর এলান করেছিল। কিন্তু তাদের এই অপপ্রয়াসকে এড়িয়ে শুধু মাত্র খ্রীষ্ট সিনিয়র সেকেন্ডারিই নয় শহরের অনেক স্কুল এবং সংস্থাই বন্দে মাতরম আওয়াজে জেগে উঠেছিল। ক্রাষ্টই সিনিয়র সেকেন্ডারি স্কুল উমিয়াম -এ স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ ভূমিকা পালন করে।

 

স্বাধীনতা দিবসের শিক্ষার্থীদের অনুষ্ঠান

 

এই স্কুল শিলং মেইন শহর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্রিন্সিপ্যাল সিস্টার লিনেট লেন্ডেম স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য সিস্টার ও ছাত্ররা ও স্কুলের ব্যাণ্ড সহযোগে প্রধান অতিথি মেজর অজিত সিং এবং সম্মানিত অথিতি গ্রাম প্রধান জনাস লিংডেম কে স্বাগত জানান। ছাত্র-ছাত্রী ও উপস্থিত সমস্ত অতিথিবৃন্দদের উদ্দেশ্যে প্রিন্সিপাল সিস্টার লিনেট লেন্ডেম সকলের উদ্দেশ্যে বলেন, দেশের প্রতি প্রেম ভালবাসা জাগরিত হোক।

Bangiya Sahitya Parishad, Shilling : বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং-এর সঙ্গীতানুষ্ঠান

 

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত

 

 

১৫ আগস্ট এর সকালবেলা রাষ্ট্রীয় পতাকা উত্ত্লন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সফলতা পূর্বক এই বিশেষ দিনটি পালিত হয়। রাষ্ট্রসংগীত এবং বিভিন্ন দেশাত্মবোধক ভাবনাকে তুলে ধরা হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী ছিলেন মুখ্য অতিথি মেজর অজিত কুমার সিং উমরই সহ ছাত্র-শিক্ষক ও আরও অনেকে।

 

অনুষ্ঠান চলাকালীন বিশেষ মুহূর্ত

 

Bangiya Sahitya Parishad, Shilling : বঙ্গীয় সাহিত্য পরিষদ, শিলং-এর সঙ্গীতানুষ্ঠান

স্কুলের শিক্ষিকা নমিতা সেনগুপ্ত তার বক্তব্যে ভারতীয় সৈনিকদের অবদান এবং ত্যাগের মহিমা বর্ণনা করে ছাত্রদের মধ্যে এইরূপ চিন্তাধারা জাগরিত করার জন্য বার্তা দেন।

 

শিক্ষার্থীদের অনুষ্ঠান পরিবেশন

 

সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান জনাস লিংডেম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীরা যেন আত্মবিশ্বাসী হয়, নিজের শক্তির উপর আস্থা রাখে এবং নিজের দেশ ও রাষ্ট্রকে ভালবাসে। সম্মানিত অতিথি তার ভাষণে আরও বলেন, ছাত্র-ছাত্রীরা এই দেশের ভবিষ্যৎ এই ধরনের অনুষ্ঠান ছাত্রদের আগামী দিনের জন্যে আরও অনুপ্রেরিত করবে।
ওই বিশেষ মুহূর্তে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে নাটক পরিবেশন করে। নাটকের বিশেষ সংবাদ ছিল আমাদের দেশের সেনারা কিভাবে দেশকে উগ্রবাদ এর কবল থেকে রক্ষা করেন এবং নিজের পরিবার পরিজনদের চাইতে ও দেশ এবং সমাজকে বিশেষ্ মহত্ব দেন। উক্ত অনুষ্ঠানে দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল ম্যানেজার ও সিস্টার সুমন্তা লিনডেন তিনি ও তার বক্তব্যে বলেন, সেনারা হল দেশের প্রেরণা ছাত্রদের প্রেরণা এবং মূল্যবোধের গরিমা।

 

ছবি : প্রতিবেদক 

আরও খবর : Sasraya News Sunday’s Literature Special, Issue 30 | 25th August Issue 30 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা : ৩০, ২৫ আগষ্ট ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment