Sasraya News

Saturday, June 14, 2025

Shikhar Dhawan : ধাওয়ানের উদ্দেশ্যে একদা সতীর্থদের মনখারাপ করা পোস্ট

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) অবসরে আবেগাক্রান্ত রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। গতকাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন শিখর ধাওয়ান। রোহিত ও শিখরের ওপেনিং জুটি একদা নজর কেড়েছিল সকলের। এই জুটি দেশকে জয়ও এনে দেয়। একদা টপ অর্ডারে কোহলি, শিখর ও ধাওয়ানের ওপর ভরসা তৈরি হয়েছিল ভারতের সমর্থকদের। অবসরের পরে ধাওয়ান বলেছিলেন, আমার পরিষ্কার মনে আছে বিরাট, রোহিত ও আমি ৫ বছরে ১০০ সেঞ্চুরি করেছি। রবি শাস্ত্রী তখন আমাদের কোচ ছিলেন।” ধাওয়ানের অবসরের পরে আবেগঘন পোস্ট রোহিত ও বিরাটের। সমাজমাধ্যমে রোহিত লেখেন, “ঘর ভাগ করে নেওয়া থেকে মাঠে আজীবনের স্মৃতি ভাগ করা। উল্টো দিক থেকে তুমি সব সময় আমার কাজ সহজ করে দিয়েছ। দ্য আল্টিমেট জাট।” বিরাট কোহলি সতীর্থের উদ্দেশ্যে এক্স হ্যাণ্ডেলে লেখেন, “ভয়ডরহীন অভিষেক থেকে ভারতের অন্যতম ভরসাযোগ্য ওপেনার হয়ে ওঠা। আনন্দ করার জন্য প্রচুর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। খেলার প্রতি তোমার ভালোবাসা, খেলোয়াড়ি মনোভাব, সেই চেনা হাসি, দুরন্ত সব পারফরম্যান্স এবং হৃদয় উজাড় করে সামনে এসে দাঁড়ানো। মাঠের বাইরে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই গব্বর।” গতকাল শিখর ধাওয়ান হঠাৎই অবসর ঘোষণা করায় ক্রীড়া মহলে আলোচনার ঝড় ওঠে।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : Sasraya News Sunday’s Literature Special, Issue 30 | 25th August Issue 30 : সাশ্রয় নিউজ রবিবারের সাহিত্য স্পেশাল | সংখ্যা : ৩০, ২৫ আগষ্ট ২০২৪

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read