Sasraya News

Wednesday, April 23, 2025

Shikhar Dhawan : অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শিখর অবসরের কথা সকলকে জানান। ভিডিও বার্তায় শিখর জানান, “আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ। প্রথমত আমার পরিবার, আমার ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মা। এঁদের প্রশিক্ষণেই আমি ক্রিকেট শিখেছি। তার পর ধন্যবাদ দেব আমার গোটা দলকে, যাদের সঙ্গে আমি খেলেছি, আর একটা পরিবার পেয়েছি। সবার ভালবাসা আর সমর্থন পেয়েছি। গল্পের বই পড়তে পড়তে যে রকম পাতা ওল্টাতে হয়, আমিও সেটাই করছি। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।”

দেশের হয়ে ১৬৭ টি ওডিআই, ৩৪ টি টেস্ট ম্যাচ ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভারতীয় দলে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ওপেনিং জুটি বেশ জনপ্রিয় ছিল। ধাওয়ান শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২২ সালের ডিসেম্বর মাসে, বাংলাদেশের সঙ্গে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ৭ টি সেঞ্চুরি, ওডিআইতে ১৭ টি সেঞ্চুরি শিখর ধাওয়ান-এর দখলে। এছাড়াও আইপিএল খেলেছেন : ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০০৯-২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ানস, ২০১১-২০১২ সালে ডেকান চার্জাস, ২০১৩-২০১৮ সাল পর্যন্ত সান রাইজার্স হায়দরাবাদ, ২০১৯-২০২১ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ও ২০২২-২০২৪ সাল পর্যন্ত পাঞ্জাব কিংস-এর হয়ে আইপিএল খেলেছেন।

ক’য়েকটি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্বও করতে দেখা যায় ধাওয়ানকে। বাঁহাতি ওপেনার সোশ্যাল মিডিয়ায় জানান, “দেশের হয়ে খেলতে পেরে আমি ধন্য। বিসিসিআই, ডিডিসিএ আমাকে সেই সুযোগ করে দিয়েছিল। সেই সঙ্গে পেয়েছি সমর্থকদের ভালবাসা। নিজেকে বলতে চাই, দেশের হয়ে খেলতে পারবে না বলে দুঃখ পাওয়ার দরকার নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।” তিনি আরও জানান, ‘‘আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।’’

ছবি : সংগৃহীত

আরও খবর : Rohit Sharma : বাবা হচ্ছেন রোহিত!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment