Sasraya News

Shantiniketan Basanta Utsav : শান্তিনিকেতনে এবারও অনিশ্চিত বসন্ত উৎসব

Listen

সাশ্রয় নিউজ ★ বোলপুর : শান্তিনিকেতনে বসন্ত উৎসব (Shantiniketan Basanta Utsav) নিয়ে কর্তৃপক্ষই সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। সুতরাং এবারও শান্তিনিকেতনে বসন্ত উৎসব হবে কিনা তা অনিশ্চিত বলেই বিশ্বভারতী সূত্রে খবর। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই উৎসবের দিকে চেয়ে থাকেন ব্যবসায়ীরা। এবারও তাঁদের ব্যবসাতে ভাটা পড়বে। মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের। গত বছর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-র উদ্যোগে বসন্ত বন্দনা হলেও তা সীমাবদ্ধ ছিল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ভেতর। সেবার তা নিয়ে আশ্রমিক ও প্রাক্তনীদের ভেতর ক্ষোভ দেখা যায়। কারণ বসন্ত বন্দনা সীমাবদ্ধতা তাঁরা মেনে নিয়ে পারেননি। কোভিড অতিমারির সময় থেকে শান্তিনিকেতনের ঐতিহ্যশালী এই অনুষ্ঠান যেভাবে ভাটা পড়েছে, এভাবে চলতে থাকলে তা আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে প্রাক্তনীরা। ঠাকুর পরিবারের সদস্য সুদৃপ্ত ঠাকুর একটি সংবাদ মাধ্যমকে জানান, “বসন্ত উৎসব বাদ দিয়ে হেরিটেজ রক্ষা করা যাবে না। কী ভাবে এর আয়োজন করা হবে তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত।” তবে এবারও যে বিশবাঁও জলে তা ধরেই নিচ্ছেন শান্তিনিকেতনের বসন্ত উৎসব মুখাপেক্ষীরা। 

ছবি : প্রতীকী  

আরও পড়ুন : World Poetry Day : বিশ্ব কবিতা দিবসে মমতা রায় চৌধুরী এর গদ্য ‘কবিতায় আবদ্ধ মন… ‘

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read