Shah Rukh Khan viral interview, Bollywood inspirational story | আচমকা শাহরুখের গালে চড়! কোন ভুলে প্রকাশ্যে অপমানিত হতে হয়েছিল কিং খানকে?

SHARE:

বড় বাজেটের এই ছবিতে থাকছে চমকপ্রদ কাস্ট। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, শাহরুখ খানের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অভিষেক বচ্চন (Abhishek Bachchan), রানি মুখোপাধ্যায় (Rani Mukerji), আরশাদ ওয়ারসি (Arshad Warsi) এবং অনিল কাপুর (Anil Kapoor)-এর মতো জনপ্রিয় তারকাদের। এর আগে বাদশা নিজের পেশিতে ট্যাটু আঁকা লুক প্রকাশ করে নেটমাধ্যমে শোরগোল ফেলেছিলেন। তবে শুটিং চলাকালীন কিছুটা বিপত্তিও ঘটেছে। গত মাসে এক অ্যাকশন সিকোয়েন্সের সময় গুরুতর চোট পান শাহরুখ।

সংবেদন শীল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের বাদশা (Badshah of Bollywood) শাহরুখ খান (Shah Rukh Khan), যাঁর নামেই কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেন তিনি। তাঁর এক ঝলক দেখার জন্য পাগল হয়ে ওঠেন ভক্তরা। কিন্তু এমন এক সময় ছিল যখন এই সুপারস্টারকে এক অচেনা মহিলার চড় খেতে হয়েছিল ট্রেনের মধ্যে! অবিশ্বাস্য শোনালেও ঘটনাটি সত্যি, আর নিজেই এক সাক্ষাৎকারে তা প্রকাশ করেছিলেন শাহরুখ। এই ঘটনা ঘটে তখন, যখন শাহরুখ খান এখনও বলিউডের রাজা হননি। তখন তিনি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছেন, সিনেমায় নিজের ভাগ্য গড়ার আশায়। এক সাধারণ তরুণের মতোই হাতে ছিল ট্রেনের টিকিট। কোনও বিলাসিতা নয়, একেবারে সাধারণ যাত্রীদের মতোই যাত্রা শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতার জন্ম দেয়, যা আজও তাঁর স্মৃতিতে অমলিন। জিরো (Zero) ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখ খান হাসতে হাসতে এই ঘটনাটি শেয়ার করেছিলেন। একজন সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “আপনি প্রথমবার মুম্বইতে কীভাবে এসেছিলেন?” উত্তরে কিং খান জানান, “আমি ট্রেনে এসেছিলাম। টিকিট কেটে নিজের জন্য একটা আসনও নিয়েছিলাম। সেটার জন্য খুব সচেতনও ছিলাম, কারণ তখন টাকাপয়সা কম ছিল, তাই আসন ছাড়তে চাইনি।”

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ ষোল-তম কিস্তি)

তিনি আরও জানান, “ট্রেনে সবাই আসছে, যাচ্ছে, আমি ভেবেছিলাম যাদের আসন আছে, তারাই বসবে। মাঝেমধ্যে কেউ অনুরোধ করলে আমি সামান্য সময়ের জন্য জায়গা দিতাম। কিন্তু যখন ট্রেন মুম্বইতে ঢুকল, তখন হঠাৎ অনেকেই আমার আসনে বসতে চাইলেন। আমি বললাম, এটা আমার সিট, টিকিট কেটে নিয়েছি।” উল্লেখ্য, সেই সময়েই ঘটে অপ্রত্যাশিত ঘটনাটি। এক মহিলা যাত্রী এসে শাহরুখের পাশে বসতে চাইলেন। কিং খান তাঁকে সৌজন্যের সঙ্গে বসতে দিলেও, তাঁর সঙ্গে থাকা এক পুরুষ যাত্রীকে বসতে দিতে অস্বীকার করেন। শাহরুখ বলেন, “আমি বলেছিলাম, দুঃখিত, কিন্তু এটা আমার আসন, আমি টিকিট কেটেছি, আর কাউকে বসাতে পারব না।” আর তখনই ঘটল সেই মুহূর্ত যা তাঁকে স্তম্ভিত করে দেয়, মহিলাটি আচমকা তাঁকে চড় মেরে বসেন!

শাহরুখ খান জানান, “আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম! বুঝতেই পারিনি কী ঘটল। তারপর সেই মহিলাই বললেন, ‘তুমি জানো না নাকি? ট্রেন মুম্বইতে ঢোকার পর এটা লোকাল হয়ে যায়। তখন কোনও আসন সংরক্ষিত থাকে না, সবাই বসতে পারে।’ তখন বুঝেছিলাম, আসলে ভুলটা আমারই ছিল।” এই ঘটনার পর শাহরুখ খান বলেন, “সেই সময় খুব লজ্জা পেয়েছিলাম, কিন্তু একই সঙ্গে এটা ছিল একটা শিক্ষা। আমি বুঝেছিলাম, জীবনে কখনও অহংকার করা চলবে না। কখনও কখনও আপনি ঠিক ভাবছেন বলেই সত্যিই ঠিক নাও হতে পারেন।”

বলিউডে আজ শাহরুখ খান শুধু অভিনেতা নন, তিনি এক ‘প্রেরণার প্রতীক’। দিল্লির রাজেন্দ্র নগর থেকে শুরু করে মুম্বইয়ের মান্নাত (Mannat), এই যাত্রাপথে তিনি যে কত উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন, এই গল্প তারই এক উজ্জ্বল উদাহরণ। আজ যাঁকে কোটি ভক্ত দেবতার মতো পূজা করেন, সেই মানুষটিও জীবনের কোনও এক সময়ে সাধারণ এক যাত্রীর মতোই নিজের ভুলে চড় খেয়েছিলেন, এটাই হয়তো তাঁকে আজ এত মানবিক করে তুলেছে। ঘটনার শেষে শাহরুখ খান বলেন, “আমি সেই মহিলাকে কোনওদিন ভুলব না। কারণ তিনি আমাকে শিখিয়েছিলেন, বড় হতে গেলে আগে ছোট হতে জানতে হয়।” এই একটি সংলাপই যেন তাঁর জীবনের দর্শন হয়ে গিয়েছে।

আজও কিং খান যখন সাক্ষাৎকারে এই ঘটনার কথা বলেন, তখন হাসির সঙ্গে একরাশ বিনয় মিশে থাকে তাঁর কণ্ঠে। জীবনের এই ছোট ছোট অভিজ্ঞতাই যেন তাঁকে বানিয়েছে আজকের সেই বিশ্বতারকা, যিনি গ্ল্যামার আর তারকাখ্যাতির মাঝেও একদম সাধারণ মানুষ হয়ে থাকতে পারেন। এই কারণেই হয়তো শাহরুখ খান শুধু ‘অভিনেতা’ নন, তিনি এক অনুভূতি, এক অনুপ্রেরণা, যিনি প্রমাণ করছেন যে সম্মান আর সাফল্য দুটোই আসে অভিজ্ঞতা থেকে, এবং কখনও কখনও এক চড়ই শেখায় জীবনের সবচেয়ে বড় পাঠ।

ছবি : সংগৃহীত ও প্রতীকী
আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ আঠেরো-তম কিস্তি)

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন