



সাশ্রয় নিউজ ডেস্ক ★ আমদাবাদ : অসুস্থ কেকেআর মালিক তথা অভিনেতা শাহরুখ খান। তাঁকে আমদাবাদে কেডি হাসপাতালে ভর্তি করা হয় (Shah Rukh Khan Hospitalized) বলে উল্লেখ। সূত্রের খবর যে, প্রচণ্ড গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে জানা যায়। সূত্রের এ-ও খবর যে, বুধবার বেলা ১ টা নাগাদ শাহরুখ খানকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর সামনে আসতেই সমর্থকদের ভেতর উৎকণ্ঠা শুরু হয়। আমদাবাদের ওই হাসপাতালের বাইরে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয় বলে উল্লেখ। উল্লেখ্য যে, মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে (IPL Final 2024) পৌঁছয় কেকেআর (KKR)। সূত্রের খবর, ওইদিন নাইট রাইডারস কর্তা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কন্যা ও পুত্রকে নিয়ে উপস্থিত ছিলেন। এবং দলের সদস্যদের সঙ্গে জয়ের আনন্দেও সামিল হন।
ছবি : সংগৃহীত
আরও খবর : Rinku Singh : আত্মবিশ্বাসী রিঙ্কু
