



সাশ্রয় নিউজ ডেস্ক ★ পূর্ব বর্ধমান : নেট ও নিট দুর্নীতিতে ছাত্র-ছাত্রীরা দিশেহারা। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে। ভারতের ছাত্র ফেডারেশন (SFI) আওয়াজ তুলেছে, নেট (NET) ও নিটের (NEET) নিয়ামক সংস্থা এনটিএ-কে (NTA) বাতিল ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এছাড়াও একাধিক দাবিতে বাম ছাত্র-সংগঠন এসএফআই রাজ্য জুড়ে প্রচারাভিযান চালাচ্ছে। ৩ জুন কালনায় এসএফআই কর্মীরা কালনায় ধর্মঘট সফল করার জন্য সকলের কাছে আবেদন জানান। এদিন কালনা মহিষমর্দিনী গার্লস স্কুলের সামনেও তাঁরা প্রচার করেন। এদিন উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় নেতৃত্ব।
ছবি : প্রতীকী
