Sasraya News

Two famous Malayalam Actress Sexually Harassed : শ্লীলতাহানির অভিযোগ দুই অভিনেত্রীর

Listen

শ্লীলতাহানির অভিযোগ দুই অভিনেত্রীর

সাশ্রয় নিউজ : শ্লীলতাহানির অভিযোগ তুললেন মালায়লাম অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তিনি এই অভিযোগ তুলেছেন। তাঁর আরও অভিযোগ, শুধু অভিনেত্রী তিনি নিজেই নন, ওঁর আরেকজন সহকারী অভিনেত্রীও শ্লীলতাহানির শিকার হয়েছেন।
দক্ষিণী ছবির ওই অভিনেত্রী একটি ছবির প্রোমোশনে  গিয়েছিলেন। শপিংমলে একটি অনুষ্ঠান ছিল। শমিংমলটিতে এতটাই ভিড় ছিল, তিল ধারণের জায়গা ছিল না। আগে থেকেই কেরলের কোঝিকোড় জেলার শপিংমলটির আশেপাশের মানুষজন জেনে গিয়েছিলেন অনুষ্ঠানের কথা। জনপ্রিয় ওই মালয়লাম অভিনেত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাতের ওই ঘটনায়, সহ-অভিনেত্রী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন। এই চাঞ্চল্যকর খবরটি মালয়লাম ফিল্ম ইণ্ডাষ্ট্রিতে উদ্বেগ সৃষ্টি করেছে। সহকর্মীদের সঙ্গে ঘটা এই ঘটনার প্রতিবাদ করেছেন ইণ্ডাষ্ট্রির বহু কর্মী। পুলিশ তদন্তে নেমেছে বলে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read