Sasraya News

Wednesday, June 18, 2025

Seminar : সচেতনতা বিষয়ক সেমিনার 

Listen

সচেতনতা বিষয়ক সেমিনার 

সাশ্রয় নিউজ ★ কালনা, পূর্ব বর্ধমান : আগামী ১২ অক্টোবর কালনা পুরশ্রী হলে অনুষ্ঠিত হতে চলেছে একটি সেমিনার অনুষ্ঠান।  আয়োজক লায়ন্স কোয়েস্ট ইন ইন্ডিয়া লায়ন্স ইন্টারন্যাশনাল। সময় দুপুর ২ টো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারের বেশ ক’য়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট,  সোশ্যাল অ্যাওয়ারনেস, রিলেশনশিপ স্কিল,  রেস্পন্সিবল ডিসিশন মেকিং ইত্যাদি। আয়োজকদের কথায়, সমাজ সামাজিক, প্রাকৃতিক সহ নানান দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই প্রজন্ম অস্থিরতার ভেতর দিয়ে দিন কাটাচ্ছে। দুঃখ-দুর্দশা, হতাশা, নিরাশা গ্রাস করছে প্রতিনিয়ত। অনেকেই জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন সচেতনতার অভাবে! নতুন প্রজন্মকে এইসব বিষয়ে সচেতন করার জন্য স্কুলগুলিকে বেছে নেওয়া হয়েছে। যাতে তাঁরা সুস্থ্য জীবনের পথনির্দেশ পায় এই সেমিনার থেকে। ওই দিন উপস্থিত অভিজ্ঞরা তাঁদের মূল্যবান বক্তব্য রাখবেন। আলোচনা করবেন। কথা বলবেন তাঁদের সঙ্গে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment