



সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : নিজের বিধানসভা এলাকার নাগরিক পরিষেবা উন্নত করতে কিউআর কোড ব্যবস্থা চালু করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছেন। তারপরই এলাকার মানুষরা অভাব অভিযোগ যাতে দ্রুত জানাতে পারেন, সেই লক্ষ্যেই কিউআর কোড ব্যবস্থার উদ্বোধন করেন বরানগরের নবনির্বাচিত বিধায়ক। এক্ষেত্রে সরাসরি তাঁর কাছে কিউআর কোড স্ক্যান করে অভিযোগ জানানো যাবে বলে উল্লেখ। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যে, উপনির্বাচনের প্রচারের সময় বহু অভাব অভিযোগ তাঁর সামনে আসে। সেই সব অভাব অভিযোগ যাতে দ্রুত মেটানো যায়, তার জন্য এই ব্যবস্থা বলে উল্লেখ।
আরও পড়ুন : Nusrat Sultana : নুসরাত সুলতানা এর স্মৃতিগদ্য ‘স্মৃতিতে আরজ আলী মাতুব্বর’
