Sasraya News

Saturday, February 15, 2025

Saraswati Puja 2024 : আজ সরস্বতী পুজো

Listen

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনায় মেতেছেন বাঙালি। বিগত ক’য়েক মাসের প্রস্তুতি। আজকে দেশ তথা রাজ্যের পাড়ায় পাড়ায়, শিক্ষাঙ্গণে ক্লাবে ক্লাবে চলছে দেবীর আরাধনা। লাল পাড় সাদা শাড়ি, সাদা পাজামা-পাঞ্জাবি, কেউ হলুদ শাড়ি, কেউ বা হলুদ পাজামা পাঞ্জাবিতে নিজেকে সাজিয়েছেন তরুণ-তরুণীরা।

সরস্বতী পুজো ২০২৪। ছবি : সংগৃহীত

 

এই দিনটিতে সঙ্গীত ও বিদ্যার দেবী আরাধনায় মশগুল হন সনাতন ধর্মাবলম্বীরা। প্রসঙ্গত যে, সকল মানুষের কাছেই এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপিত হয়।

সনাতন পঞ্জিকা মতে সরস্বতী পুজো উদযাপন করা হয় মাঘ মাসে, শুক্ল পঞ্চমী তিথিতে। এ দিনই বিদ্যা এ সঙ্গীতের দেবীকে সাক্ষী রেখে যুগ যুগ ধরে হাতে খড়ি হয় শিশুদের। পরম্পরা অনুসারে, হাতেখড়িকে কেন্দ্র করেও উদ্দীপনা চোখে পড়ার মত। এছাড়াও পিতৃতর্পণ, ব্রাহ্মণ্য ভোজনের মতন প্রথাও পরম্পরা ধরে চলে অন্যদিকে, এই তিথি শ্রীপঞ্চমী তিথি নামেও পরিচিত। -সংগৃহীত ছবি 

আরও খবর : Sunday Sasraya News : রবিবারের সাশ্রয় নিউজ, সাহিত্য স্পেশাল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment