Sasraya News

Santanu Banarjee : শান্তনু ঘনিষ্ঠ দুইজনকে আবার জেরা ইডির

Listen

শান্তনু ঘনিষ্ঠ দুইজনকে আবার জেরা ইডির 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল কংগ্রেসের বহিস্কৃত যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর দুই ঘনিষ্ঠকে গতকাল জেরা করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর বিশেষ সূত্রে পাওয়ার খবর, নিলয় মালিক ও সুপ্রতিম ঘোষ (আকাশ)-কে শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর সম্পত্তি সম্পর্কে জেরা করা হয়। উল্লেখ্য, সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে হুগলির বহিষ্কৃত নেতার জাল দুর্নীতিতে কত দূর পর্যন্ত গিয়েছে খতিয়ে দেখছে চাইছেন তাঁরা। এবং শান্তনুকে জেরা করে বহু তথ্য তাঁদের হাতে এসেছে বলে উল্লেখ।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read