Sasraya News

Santanu Banarjee : দল থেকে বহিঃস্কার, চাকরি থেকে সাসপেন্ড শান্তনু

Listen

দল থেকে বহিঃষ্কার, চাকরি থেকে সাসপেন্ড শান্তনুকে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গতকাল তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে দল থেকে বহিঃষ্কারের কথা সাংবাদিক বৈঠক করে জানান তৃণমূল নেত্রী শশী পাঁজা ও মন্ত্রী ব্রাত্য বসু। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-এর হেফাজতে রয়েছেন ওই দুই যুব নেতা। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেদিন গ্রেফতার করে, সেই দিনই বিদ্যুৎ দফতরের চাকরি থেকে তিনি সাসপেন্ড হন বলে বিশেষ সূত্রে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read