Sasraya News

Friday, March 28, 2025

Sangrami Youtha Mancha : ডিএ-এর দাবিতে ধর্নার ২৭২ দিন

Listen

ডিএ-এর দাবিতে ধর্নার ২৭২ দিন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ডিএ-এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন ২৭২ দিন অতিক্রম করল। এই সময়ের ভেতর সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথমঞ্চ একাধিক কর্মসূচী পালন করেছে। দুর্গা পুজোর পরে লাগাতার আন্দোলনের কথা জানায়। শুধু তা-ই না, আন্দোলনরত সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ-এর কথায়, ‘লোকসভা ভোটের মুখে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের রাস্তাতেও যেতে পারি’।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment