Sasraya News

Thursday, February 13, 2025

Sandip Ghosh : CBI এর কবলে আর জি কর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

Listen

পিনাকী চৌধুরী ★ কলকাতা : বিগত ক’য়েকদিন ধরেই সংবাদ শিরোনামে আ র জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ওই হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করবার পর থেকেই বিভিন্ন ঘটনাপ্রবাহ সামনে আসে। চিকিৎসকদের আন্দোলনের বহর দেখে এবং তাঁর বিরুদ্ধে যে বিতর্কের অবকাশ সৃষ্টি হয়েছে, তা জেনে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু তার চার ঘণ্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছিল সন্দীপ ঘোষকে। কলকাতা হাইকোর্ট বলেন যে, কতটা প্রভাবশালী হলে তবে তিনি ইস্তফা দেওয়ার চার ঘণ্টার মধ্যেই অপর একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হন! হাইকোর্ট নির্দেশ দেন ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে নিয়োগ করা যাবে না। এরপর আবর্তিত হতে থাকে বিভিন্ন ঘটনা প্রবাহ! কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেন। তৎপর হয়ে সিবিআই তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে নোটিশ পাঠায় সিবিআই। কিন্তু প্রাক্তন অধ্যক্ষ এড়িয়ে যান। অবশেষে আজ ১৬ আগষ্ট সিবিআই রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাঁর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ!

কে এই সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষের ছেলেবেলা কেটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁয়। বনগাঁ হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করে তিনি আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। তারপর আর জি কর হাসপাতালে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা। ওখান থেকেই এমবিবিএস পাস করেন। বরাবরই তিনি কেরিয়ার ওরিয়েন্টেড! ২০২১ সালে সন্দীপ ঘোষ আর জি কর হাসপাতালের অধ্যক্ষ পদে যোগ দেন।

বস্তুতঃ তাঁর বিরুদ্ধে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ বরাবরই রয়েছে। এবার একে একে সব প্রকাশ্যে আসছে! স্বজনপোষণ ছাড়াও সরকারি অর্থ নয়ছয়ের মতো মারাত্মক অভিযোগ রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কোভিডকালে অত্যাধুনিক যন্ত্র কিনেছিল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ। খরচ হয়েছিল ৪ লক্ষ ৫০ হাজার টাকা। পরে জানা যায় যে, সেই অত্যাধুনিক যন্ত্রের বাজারমূল্য মেরেকেটে ১ লক্ষ ৬০ হাজার টাকা! সূত্রের খবর, অবৈধভাবে ইন্টার্ন নিয়োগের পাশাপাশি টেন্ডারের ক্ষেত্রেও নিজের প্রভাব খাটাতেন সন্দীপ ঘোষ। এছাড়াও তাঁর বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ হচ্ছে, আর জি কর হাসপাতালের মেডিকেল বর্জ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার!

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Mamata Banerjee : আর কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালী থেকে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment