



সাশ্রয় নিউজ ★ বসিরহাট : শনিবার সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন, রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। বিধায়ক সুকুমার মাহাতো। তাঁদের ঘিরে ধরে দাবি করেন এলাকাবাসীরা অভিযোগ করেন বলে উল্লেখ। এদিন সন্দেশখালির বিধায়ক বলেন, “আমি তিনদিন ধরে সন্দেশখালির পাড়ায় পাড়ায় গিয়েছি। কোথাও ‘ড্যামেজ’ নেই। সবাই বলছে আমরা তৃণমূলের লোক আমরা তৃণমূল করি।” শেখ শাহজাহান সম্পর্কে সুকুমার মাহাতো বলেন, ” শেখ শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভের কথা কেউ বলেননি। শেখ শাহজাহান কোনও অপরাধ করেছেন, এটাও কেউ বলেননি। কেউ কেউ অন্যের মুখে শুনে কিছু কথা বলেছেন। কিন্তু দুর্নীতির কথা আসেনি।” প্রসঙ্গত, সন্দেশখালিতে যখন তৃণমূল মন্ত্রী ও বিধায়করা পুলিশী নিরাপত্তা বলয়ের ভেতর ঘুরছেন, সেদিনই পুলিশ সন্দেশখালি ঢুকতে বাধার মুখে পড়তে হয় বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা সহ প্রতিনিধি দলকে বলে উল্লেখ।
আরও খবর : Minakshi Mukherjee Sandeshkhali : বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি মীনাক্ষীদের
