



সাশ্রয় নিউজ ★ সন্দেশখালি : শুক্রবার সন্দেশখালি (Sandeshkhali) ঘুরে দেখলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। এদিন ওই প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সংস্থার চারজন প্রতিনিধি। সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রামে ঘোরেন তাঁরা। কথা বলেন এলাকার মহিলাদের সঙ্গে। সেখানে ওঠা নারী নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সম্পর্কেও প্রতিনিধি দল বিশদে খোঁজ নেন বলে জানা যায়। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে, প্রতিনিধি দলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই তাঁরা সন্দেশখালি থেকে ফিরে যান দিল্লি। সূত্রের খবর, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা সন্দেশখালির রিপোর্ট দেবেন রাষ্ট্রপতির কাছে। উল্লেখ যে, বিগত ক’য়েক দিনে সন্দেশখালিতে পৌঁছন জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি কমিশন ও জাতীয় উপজাতি কমিশন। এরপরেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের প্রতিনিধি দল সন্দেশখালির ঘটনা পর্যবেক্ষণ করতে যাওয়াকে বেশ গুরুত্ব সহকারে দেখছেন ওয়াকিবহাল মহল। -সংগৃহীত চিত্র
আরও খবর : Mahua Moitra : দিল্লি হাইকোর্ট মহুয়া মৈত্র-এর অভিযোগ বাতিল করল
