Sasraya News

Saturday, February 8, 2025

Sandeshkhali : তৃণমূল নেতার বাড়িতে চড়াও বেড়মজুরের মহিলারা

Listen

সাশ্রয় নিউজ ★ সন্দেশখালি : সন্দেশখালির (Sandeshkhali) বেড়মজুর অশান্ত হয়ে ওঠে সোমবার। মহিলারা জোটবদ্ধ হয়ে এলাকার পঞ্চায়েত প্রধান শঙ্কর সর্দারের বাড়িতে চড়াও হয় বলে উল্লেখ। শঙ্কর সর্দারের বিরুদ্ধে মহিলাদের অভিযোগ, এলাকায় শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দীনের প্রভাবে শঙ্কর জমি লুঠ করতেন। কেউ প্রতিবাদ করলেই অবাধে তাঁদের কপালে জুটত মারধর। সোমবার সকালবেলা এলাকার মহিলারা ওই তৃণমূল নেতার বাড়িতে লাঠি ঝাঁটা নিয়ে চড়াও হন। এবং তাঁর বাড়ি ঘিরে ভাঙচুর হয় বলে উল্লেখ। এলাকায় পৌঁছয় বারাসতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী। গ্রামবাসীদের কাছে পুলিশ আবেদন করেন, “আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।” পুলিশ কথা বলেন, শঙ্করের মেয়ে ও স্ত্রী’র সঙ্গে। তাঁরা দাবি করে, শঙ্কর দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ঘটনায় পাঁচজন বিক্ষোভকারী মহিলাকে পুলিশ আটক করে বলে উল্লেখ। -সংগৃহীত ছবি 

আরও খবর : Actor Manoj Rajput Arrested : ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার অভিনেতা মনোজ রাজপুত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment