Sasraya News

Samserganj Erosin : ভাঙন তাণ্ডবে বিধ্বস্ত সামসেরগঞ্জ! কবে  কোথায় শেষ? দিনগুনছেন জেলাবাসী

Listen

ভাঙন তাণ্ডবে বিধ্বস্ত সামসেরগঞ্জ! কবে  কোথায় শেষ? দিনগুনছেন জেলাবাসী 

সাশ্রয় নিউজসামসেরগঞ্জ : সামসেরগঞ্জে গঙ্গা-পদ্মা ভাঙন অব্যাহত। এ বছর এই ভাঙনে এখন পর্যন্ত নির্দিষ্ট করে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রতিনিয়ত আর্ত-মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি দীর্ঘ হচ্ছে ক্ষতিগ্রস্তদের তালিকা। প্রতিদিন গঙ্গাগর্ভে চোখের সামনে নেমে যাচ্ছে কৃষিজমি, এমনকী বাসস্থান ও স্কুলবাড়ি গিলে নিচ্ছে গঙ্গা। সামসেরগঞ্জের আমজনতার কাছে গঙ্গা এখন হয়ে উঠেছে, সর্বগ্রাসী। ত্রাসের কারণ। গঙ্গার দিকে চোখ রাখতেই আতঙ্কে আঁতকে উঠছেন সবহারানো মানুষজন।

সামসেরগঞ্জের ভাঙনের ঘটনা নতুন নয়। প্রতিবছর বিস্তীর্ণ এলাকা গঙ্গাবক্ষে তলিয়ে যায়। কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাঙন এবছরই বলে দাবী করেছেন, সামসেরগঞ্জ ব্লকের এলাকাবাসীরা।

ঘর ছেড়ে সরকারের অস্থায়ী ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন অসংখ্য সহায়-সম্বলহীন হয়ে পড়া নারী পুরুষ এবং শিশুরা। প্রতিদিন ঘর বাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। ধূ ধূ করছে ফাঁকা বাড়িঘর! একদিকে, ঘর-বাড়ি জমি-জায়গা সমস্ত কিছু গঙ্গাকে সমর্পণ করে দূর-দূরান্তের অস্থায়ী ত্রাণ শিবিরে বসে মানুষজন, আগামী দিনগুলি কীভাবে কাটবে, কী হবে সংসার ও শিশুদের ভবিষ্যৎ! এই ভাবনার কূল-কিনারা খুঁজে চলেছেন। অপর দিকে ক্রমশ গঙ্গা ভাঙন-তাণ্ডব বাড়ছে বৈ কমছে না।

বহুদিন থেকেই ফারাক্কা সামসেরগঞ্জের ভাঙন সমস্যা মেটানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, এলাকার মানুষজন। এলাকাবাসীদের দাবি, সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ! প্রতিবছর ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি, ভোট শেষ হতেই ভুলে যান রাজনৈতিক নেতা-ব্যক্তিরা। না সরকার, না রাজনৈতিক নেতা-কর্মী — এখন কারও ওপর ভরসা করতে পারছেন না ভাঙনে বিধ্বস্ত মানুষগুলি। তাঁদের বক্তব্য, রাজনৈতিক ও সরকারি ব্যক্তিরা বারবার ভাঙন পরিদর্শনে আসেন। কিন্তু সেই অর্থে ভাঙন রোধের জন্য চোখে পড়ার মতন তেমন কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি। তাঁদের ক্ষোভ, সরকার চাইলেই পারতেন, ভাঙনরোধ করতে। তাহলে, পরিবার-পরিজন নিয়ে আমাদের পথের সঙ্গে মিশে যেতে হত না!

এবছর গঙ্গা যেভাবে সর্বগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়ছে সামসেরগঞ্জের মানুষজন ঘরবাড়ি আবাদি জমির ওপর, মুর্শিদাবাদের বিগত অতীতকে বার বার মনে করিয়ে দিচ্ছে! আতঙ্কে শিউরে উঠছে জেলাবাসী। একদা জলঙ্গীর ভাঙন বিস্তীর্ণ জলঙ্গীসহ রাজ্যবাসীর চোখে নিয়ে এসেছিল। ওইসময় জলঙ্গী-ভাঙনে গ্রামের পর গ্রাম, স্কুলবাড়ি, বাজার-দোকানপাট নদীগর্ভে নেমে যায়। মাত্র ক’য়েক বছর আগের ওই দগদগে ঘটনা আবার মনে করে দিচ্ছে সামসেরগঞ্জের গঙ্গা-পদ্মা ভাঙনে সবকিছু হারানো মানুষদের অকল্পনীয় যন্ত্রণা।

মাসখানেক আগে সামসেরগঞ্জের ব্লকের একটি গ্রামের শিশুদের স্কুলে ফাটল দেখতে দেখতে পান ভাঙন পরিদর্শক সরকারি আধিকারিকরা। শিশুদের ওই স্কুলটিও ইতিমধ্যেই গঙ্গা-বক্ষে তলিয়ে গিয়েছে।
সরকারি মতে, সেচ দপ্তরের কর্মকর্তারা নিয়মিত সামসেরগঞ্জের ভাঙনে নজর রাখলেও চলতি বছরের এই ভাঙন পরিস্থিতি কোথায় গিয়ে থামে, সেই ভাবনায় আতঙ্কিত সমস্ত সামসেরগঞ্জ সহ মুর্শিদাবাদবাসীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read