Sasraya News

Samantha Ruth Prabhu, Raj Nidimoru | মুম্বইয়ে প্রেম, তবু অশান্তি! রাজের প্রাক্তন স্ত্রীর ইঙ্গিতপূর্ণ বার্তায় ফের আলোচনায় সামান্থা

Listen

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : ভাঙনের পরে নতুন সম্পর্কের উষ্ণতা। সব মিলিয়ে জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)-র সঙ্গে বিচ্ছেদ তাঁকে হতাশার গহ্বরে ঠেলে দিয়েছিল। এমনটাই জানিয়েছিলেন তিনি নিজেই। সময়ের সঙ্গে সামলে উঠেছেন। আবার ভালবাসতে শিখেছেন। কিন্তু সুখ কি আর চাইলেই ধরা দেয়? চলছে কানাঘুষো, প্রেমিক পরিচালক রাজ নিদিমোরু (Raj Nidimoru)-র সঙ্গে মুম্বইয়ে একত্রবাস করছেন সামান্থা। হায়দরাবাদের পরিচিত জীবন ছেড়ে বলিউডের প্রাণকেন্দ্রে তিনি পাকাপাকি বসবাস করছেন। তবে সে সুখেও যেন ছায়া ফেলেছে অতীত। একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে চলেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে (Shyamali Dey)।শ্যামলী সরাসরি সামান্থার নাম না করলেও, তাঁর পোস্ট ঘিরে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি লেখেন, “বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ। একবার হারালে তা ফেরানো যায় না।” সোশ্যাল মিডিয়ায় এই বার্তা ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য?

এটিই প্রথম নয়। রাজ-সামান্থার সম্পর্ক সামনে আসার পর থেকেই শ্যামলী দে নিয়মিত এমন বার্তা দিচ্ছেন, যেগুলোর ব্যাখ্যা করছেন নেটিজেনরাই। কিছুদিন আগেই তিনি লিখেছিলেন, “ভাল কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। সবার সঙ্গে সদাচরণ করুন।” এই বার্তার সঙ্গে সামান্থার কোনও সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়। তবে সময় ও পরিস্থিতি মিলিয়ে নেটদুনিয়ায় তৈরি হয়েছে একপ্রকার ইঙ্গিতবাহী যোগসূত্র।সম্প্রতি সামান্থা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে দেখা যাচ্ছে রাজের কাঁধে মাথা রেখে থাকতে। সেই একটিমাত্র ছবিই যেন আগুনের মতো ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে। সমর্থকরা বিশ্বাস করছেন, এ সম্পর্ক আর গুজব নয়। বাস্তবেই রাজ ও সামান্থা একে অপরের প্রেমে ডুবে রয়েছেন।রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার সম্পর্কের খবর সামনে আসতেই যেন শ্যামলীর প্রতিক্রিয়াও বেড়েছে। ২০১৫ সালে রাজ-শ্যামলীর বিয়ে হয়। আর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ। শ্যামলী একজন সৃজনশীল পেশাদার। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। কাজ করেছেন বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj) ও রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra)-র মতো পরিচালকদ্বয়ের সঙ্গে সহ-পরিচালক হিসেবে। এছাড়া ওমকারা ও রং দে বসন্তী-র মতো সিনেমায় সৃজনশীল উপদেষ্টা হিসেবেও তাঁর অবদান উল্লেখযোগ্য। নানা গুঞ্জনের মাঝেও রাজ ও সামান্থা এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। সূত্রের দাবি, তাঁরা আপাতত বিয়ে করতে রাজি নন। তবে সম্পর্ককে গুরুত্ব দিয়ে একসঙ্গে থাকছেন। মুম্বাইয়ে শুরু হয়েছে তাঁদের নতুন যাত্রা।

তবে অতীত কি সহজে পিছু ছাড়ে? রাজ-শ্যামলীর বিবাহবিচ্ছেদের পরে পুরনো সম্পর্ককে নিয়ে শ্যামলীর এই প্রকাশ্য প্রতিক্রিয়া অনেকের কাছেই বেদনার বহিঃপ্রকাশ বলে মনে হচ্ছে। আবার অনেকেই বলছেন, এই বার্তাগুলোর নেপথ্যে আছে কোনও অপ্রকাশিত অভিমান। নতুন প্রেমের গল্প, পুরনো সম্পর্কের ছায়া, সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতপূর্ণ বাক্য। সব মিলিয়ে রাজ-সামান্থা-শ্যামলী ত্রিকোণে উত্তেজনার পারদ চড়ছে। অনুরাগীরা এ দিকে আশাবাদী। সামান্থা যেন আবার খুঁজে পান সেই শান্তি, যা তিনি একসময় হারিয়ে ফেলেছিলেন। আর নেটদুনিয়ার একাংশ এখন অপেক্ষায়, এই সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়। শেষমেশ প্রেমের শহর মুম্বই কি সামান্থার জীবনে আনবে সত্যিকারের প্রশান্তি? নাকি অতীতের দুঃখই আবার ফিরে আসবে অন্য রূপে? উত্তরের জন্য আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read