Sasraya News

Friday, March 28, 2025

Saltlake : সল্টলেকে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস 

Listen

সল্টলেকে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস 

সাশ্রয় নিউজ ★ সল্টলেক : সোমবার সপ্তাহের ব্যস্ততম দিনে বাস দুর্ঘটনা সল্টলেকে। সেক্টর ফাইভের কলেজ রোড়ে একটি বাস সিগন্যাল ভেঙে এগিয়ে যেতে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে দশটা নাগাদ বাসটি সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়ায় সময় উল্টো দিক থেকে আসা একটি চারচাকার গাড়ি ধাক্কা মারে। বাসটি মোট ৩০ জন যাত্রী ছিল বলে উল্লেখ। ঘটনায় ১০ জন যাত্রী ও ২ জন বাইক চালক আহত হন বলে সূত্রের খবর। আহতরা বিধাননগর হাসপাতালে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার ফলে অফিস টাইমে যানজটের সৃষ্টি হয় সেক্টর ফাইভে। স্থানীয় সূত্রে উল্লেখ, রেষারেষির জেরেই দুর্ঘটনার কবলে পড়ে কেবি ১৬ রুটের বাসটি। পুলিশ ক্ষতিগ্রস্ত বাস্টিকে ক্রেনের সাহায্যে সরিয়ে রাস্তা ফাঁকা করে। পুলিশ বাস চালককে আটক করেছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment