



সাপুড়ে প্রতারক গ্রেফতার সল্টলেকে
সাশ্রয় নিউজ ★ সল্টলেক : সিসিটিভি ফুটেজ দেখে দুইজন সাপুড়েকে গ্রেফতার করেন পুলিশ। ওই সাপুটেরা কাঠের সাপ দেখিয়ে হাতিয়ে নিতেন দামি দামি জিনসপত্র। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ওই দুই জন সাপুড়েকে গ্রেফতার করেন। পুলিশসূত্রে খবর, ধৃতরা হরিয়ানার বাসিন্দা।
