



মেধা পাল ★ সাশ্রয় নিউজ : একটা সময় ছিল যখন তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর। ছয় দশক পেরিয়ে এলেও, এখনও অবিবাহিত সালমান খান (Salman Khan)। জীবনে এসেছেন একাধিক সঙ্গিনী, তৈরি হয়েছিল বিয়ের পরিকল্পনাও। কিন্তু সব কিছু পেরিয়েও থেকে গিয়েছে এক অদৃশ্য শূন্যতা, পিতৃত্ব। আর সেটাই সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন সালমান খান। সালমান বলেন, “বাবা হওয়ার পরিকল্পনা তো আমার ছিল। তবে সেটা স্ত্রীর পরিকল্পনাও নয়, বরং সন্তানের পরিকল্পনা ছিল আমার।” তাঁর এই বক্তব্য যেন এক নিঃশব্দ দীর্ঘশ্বাস। কেননা, এই ইচ্ছের সামনে রয়েছে ভারতীয় আইনের কঠোর বেড়া। তাঁর মতে, “ভারতীয় আইনের কারণে আমি চাইলেও বাবা হতে পারব না।” এই বাক্যটি শুধু একজন অভিনেতার নয়, একজন মানুষের বহুদিনের না বলা বেদনার প্রতিধ্বনি।

একজন অবিবাহিত পুরুষ হিসেবে সন্তানের অভিভাবকত্ব নেওয়ার ক্ষেত্রে ভারতে এখনও নানা আইনি জটিলতা রয়েছে। যদিও করণ জোহর (Karan Johar) এই পথে হেঁটে সফল হয়েছেন। তিনি সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। সে উদাহরণ টেনেই সলমন বলেন, “আমি চেষ্টা করিনি, এমনটা নয়। তবে করণের ক্ষেত্রে সেই আইন এখন বোধহয় পরিবর্তিত হয়েছে।” তাঁর কণ্ঠে এক ধরনের আক্ষেপ মিশে থাকে, যেন ইচ্ছা ছিল, সাহস ছিল, পথ খুঁজেছেন, কিন্তু প্রহরের প্রাচীরে আটকে গিয়েছেন। সালমান খান বরাবরই শিশুর প্রতি দুর্বল। তাঁর বিভিন্ন সাক্ষাৎকার ও আচরণে সেটা স্পষ্ট। ভাইপোদের সঙ্গে সময় কাটানো হোক বা অনাথ শিশুদের পাশে দাঁড়ানো সবেতেই তিনি এক গভীর স্নেহপ্রবণ অভিভাবকের মতো। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমি বাচ্চা খুব ভালবাসি, তবে বাচ্চা এলে মা-ও চলে আসবে। আমাদের বাড়িতে তো মায়ের অভাব নেই।” এই ‘মায়ের অভাব নেই’ বলার মধ্যেও লুকিয়ে রয়েছে তাঁর পরিবারের প্রতি অগাধ ভালবাসা। সালমানের ঘনিষ্ঠ মহলের মতে, তিনি বরাবরই পরিবারকে অগ্রাধিকার দেন। তাঁর বাবা সেলিম খান (Salim Khan), মা সালমা খান (Salma Khan) এবং হেলেন (Helen) সহ সমগ্র খান পরিবার এক অদ্ভুত বন্ধনে বাঁধা। সেই পরিবারের ছায়াতেই তিনি স্বস্তি খুঁজেছেন বারবার। ব্যক্তিগত জীবনের সমীকরণে সবসময় ছন্দ বজায় থাকেনি সালমানের। প্রেম এসেছে, উচ্ছ্বাস এসেছে, আবার বিচ্ছেদও এসেছে। সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani) থেকে শুরু করে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) তালিকাটা বেশ দীর্ঘ। এমনকী সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ড ছাপা পর্যন্ত হয়ে গিয়েছিল। বিয়ের মাত্র এক মাস আগে সেই সম্পর্ক ভেঙে দেন সালমান নিজেই। এর পরেও একাধিক সম্পর্কের গুঞ্জন উঠেছে বারবার, কিন্তু কোনওটাই পূর্ণতা পায়নি। আজকের দিনে দাঁড়িয়ে সালমান খান সিঙ্গল, এবং নিজেও স্বীকার করেন, বিয়ের আর কোনও পরিকল্পনা তাঁর নেই। কিন্তু অবিবাহিত থেকেও সন্তানের বাবা হওয়া যে তাঁর অন্যতম আকাঙ্ক্ষা, তা আর গোপন নেই। তাঁর কণ্ঠে যে স্পষ্ট তাগিদ, তা যেন বলছে, স্ত্রী নয়, তিনি শুধু চেয়েছিলেন একজন সন্তানের জন্য বেঁচে থাকতে। এই কথাগুলোর পেছনে লুকিয়ে রয়েছে এক মানবিক বাস্তবতা, যা বহু পুরুষের জীবনেই প্রতিধ্বনি তোলে। একজন ‘মেগাস্টার’-এর মঞ্চের বাইরের এই স্বীকারোক্তি সমাজের চোখে হয়ত ব্যতিক্রম, কিন্তু তা যে এক গোপন ও গভীর বেদনার দলিল। তা অস্বীকার করা যায় না।
সালমান খানের এই ইচ্ছা কী কখনও পূরণ হবে? আইন কী একদিন তাঁকে সেই অধিকার দেবে? প্রশ্নগুলো এখনই হয়ত নিরুত্তর। কিন্তু তাঁর এই বক্তব্য আরও একবার মনে করিয়ে দেয়, তারকারাও মানুষ, তাদের স্বপ্ন আছে, সীমাবদ্ধতাও আছে। এই স্বপ্ন ভাঙার শব্দটিই হয়ত সবচেয়ে নিঃশব্দ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aliaa Bhatt Ranbir Kapoor Anniversary : দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে চমকে দিলেন আলিয়া
