Sasraya News

Sai Sudharsan | দ্বিতীয় টেস্টে সাই সুদর্শনকে নিয়ে অনিশ্চয়তা

Listen

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ লন্ডন : ভারতীয় ক্রিকেট শিবিরে অস্বস্তির ছায়া। হেডিংলে (Headingley) টেস্টে অভিষেক হওয়া প্রতিশ্রুতিমান ব্যাটার সাই সুদর্শন (Sai Sudharsan) কাঁধের চোটে জর্জরিত। ফলে ২ জুলাই এজবাস্টনে (Edgbaston) ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে তাঁর খেলা অনিশ্চিত হয়ে উঠেছে বলে সূত্রের খবর। প্রথম টেস্টে ভারতের বিপর্যয়ের পরে এমন খবরে চাপ আরও বেড়েছে শুভমন গিলের (Shubman Gill ) নেতৃত্বাধীন দলের উপর।আইপিএলে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্সের জেরে সাই সুদর্শনের প্রথমবার টেস্ট দলে সুযোগ পাওয়ার ঘটনা ছিল যথেষ্ট চর্চিত। হেডিংলে টেস্টেই তাঁর অভিষেক ঘটে। যদিও প্রথম ইনিংসে শূন্য রানে ফিরতে হয়েছিল তাঁকে। তবে দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৩০ রানের এক ঝুঁকিপূর্ণ ইনিংস খেলেন। কিন্তু সেই টেস্টেই শেষ দিনে ফিল্ডিং করার সময় তিনি কাঁধে চোট পান। চোট পাওয়ার পর তাঁকে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় এবং তাঁর জায়গায় ফিল্ডিংয়ে নামেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। পরে আর সুদর্শন মাঠে ফেরেননি। ‘রেভ স্পোর্টস’ (Rev Sports) দাবি করেছে, সুদর্শনের চোট গুরুতর না হলেও তিনি পুরোপুরি ফিট নন এবং তাঁকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

এই পরিস্থিতিতে ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। প্রথম টেস্টে তিন নম্বরে নামা সুদর্শনের বদলে একাধিক বিকল্পের কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে করুণ নায়ার (Karun Nair), নীতীশ রেড্ডি বা বাংলার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)-এর নাম উঠে আসছে আলোচনায়। করুণ নায়ার হেডিংলে টেস্টে ছ’নম্বরে ব্যাট করেছিলেন। তাঁর অভিজ্ঞতা রয়েছে ও তিন নম্বরেও তিনি সাবলীল। তবে এজবাস্টনে যদি তাঁকে উপরে তোলা হয়, তাহলে লোয়ার অর্ডারে একজন নতুন মুখের সুযোগ আসতে পারে, যেমন নীতীশ রেড্ডির নাম এক্ষেত্রে উঠে আসছে। আবার বাংলার অভিমন্যু ঈশ্বরণকেও প্রথমবার জাতীয় দলে সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকছে, যদিও এখনও তাঁর টেস্ট অভিষেক হয়নি। অভিমন্যু দীর্ঘদিন ধরেই ভারত ‘এ’ দলের নিয়মিত সদস্য এবং দেশের ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স যথেষ্ট স্থিতিশীল। উল্লেখ্য, সুদর্শনের সম্ভাব্য অনুপস্থিতিতে আরও একটি আকর্ষণীয় সম্ভাবনা উঠে এসেছে অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) আবার তিন নম্বরে ফিরতে পারেন। চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara) বাদ পড়ার পর এই জায়গায় বেশ কিছুদিন ব্যাট করেছেন শুভমন। যদি তিনি সেই পজিশনে ফেরেন, তাহলে চার নম্বরে জায়গা তৈরি হবে কোনও নতুন মুখের জন্য। এক্ষেত্রে ভারতীয় শিবির এখনও পর্যন্ত সুদর্শনের চোট নিয়ে কোনও সরকারি বিবৃতি দেয়নি। বোর্ড সূত্রের খবর, ফিজিও এবং মেডিক্যাল টিম তাঁর ম্যাচে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। এখনও হাতে বেশ ক’য়েক দিন সময় রয়েছে দ্বিতীয় টেস্ট শুরুর আগে। ফলে সুদর্শনের খেলায় ফেরা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও, অনিশ্চয়তার ঘনঘটা ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছে। এক তরফা হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই এখন শুভমনদের মূল লক্ষ্য। আর সেখানেই একজন ব্যাটারের চোট দলগঠনের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। সাই সুদর্শন নিজেও এই সুযোগটি জীবনের অন্যতম মোড় বলেই দেখছেন। চোট নিয়ে উদ্বিগ্ন হলেও তিনি নিজে দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছেন বলেই জানা গিয়েছে। তাঁর ঘনিষ্ঠ মহলের মতে, “সাই খুবই মনোযোগী ও পরিশ্রমী। এই সুযোগ ও হার না মানা মানসিকতাই ওকে এত দূর এনেছে।” দলের বাকিরাও চাইছেন তিনি দ্রুত ফিট হয়ে ফিরুন। তবে ভবিষ্যৎ নির্ভর করছে ভারতীয় ফিজিওদের রিপোর্টের উপর। আগামী ক’য়েক দিনের মধ্যেই তা স্পষ্ট হবে। আপাতত এজবাস্টনের আগে ভারতীয় দলে প্রস্তুতি ও সম্ভাব্য রদবদল ঘিরে চর্চা তুঙ্গে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Indian Astronauts, Shubhanshu Shukla | SpaceX : ৪১ বছর পর ফের মহাকাশে ভারত, শুভাংশুদের নিয়ে উড়ল ‘ড্রাগন’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read