Sasraya News

S.Jaishankar : ইউরোপ সফরে কূটনৈতিক কৌশলের নতুন পাতা খুললেন এস. জয়শঙ্কর

Listen

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর (S.Jaishankar) বর্তমানে যে ইউরোপ সফরে রয়েছেন। তাঁর এই সফর নিঃসন্দেহে দেশের কূটনীতির পরিধিকে আরও শক্তিশালী করে তুলছে বলে মনে করছেন কূটনীতিক মহল। সম্প্রতি পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মতো প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার এক মাসের মাথায় এই সফর হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাঁর সফর সম্পর্কে বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ফ্রান্স (France), ইউরোপীয় ইউনিয়ন (European Union) এবং বেলজিয়াম (Belgium)-এ কূটনৈতিক বৈঠকের পাশাপাশি সন্ত্রাসবাদ বিরোধী নীতিতে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরবেন জয়শঙ্কর।সূত্রের এ-ও খবর, তাঁর এই সফর শুধুই সৌজন্য সাক্ষাৎ কিংবা রুটিন কূটনৈতিক আলোচনার পর্যায়ে আটকে নেই। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ভূ-রাজনৈতিক বাস্তবতায় ভারতের দৃঢ় ও স্পষ্ট বার্তা। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত কোনও রকম সহনশীলতা দেখাবে না। এই অবস্থানকে ইউরোপীয় দেশগুলোর সামনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে এই সফরে বলে উল্লেখ।

ফ্রান্সের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের গভীরতা নতুন কিছু নয়। দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ইতিমধ্যেই ২৫ বছরের মাইলফলক স্পর্শ করেছে। সেই উপলক্ষ্যে জয়শঙ্করের এই সফর যেমন প্রতীকী, তেমনই বাস্তব ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী বলে বিবেচিত হচ্ছে। ফ্রান্সের (France) রাজধানী প্যারিসে (Paris) দেশটির বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, দুই দেশের মধ্যকার ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা গড়ে তুলতে সাহায্য করবে বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

সূত্রের খবর, এই সফরের একটি গুরুত্বপূর্ণ পর্ব মার্সেই (Marseille) শহরে ‘মেডিটেরেনিয়ান রাইসিনা ডায়ালগ’ নামক নতুন কৌশলগত সম্মেলনের প্রথম সংস্করণ। এই সম্মেলন মূলত ভারতীয় রাইসিনা ডায়লগের ইউরোপীয় সম্প্রসারণ। সেখানে জয়শঙ্করের উপস্থিতি ভারতীয় কূটনীতিকে বিশ্ব দরবারে নতুন ভাষা দেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এই সফরের আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল, আগামী জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)-এর মধ্যকার সম্ভাব্য বৈঠক। সেই উচ্চ পর্যায়ের বৈঠকের পূর্বপ্রস্তুতি হিসেবেই প্যারিস বৈঠককে অনেকে ব্যাখ্যা করছেন। ব্রাসেলস (Brussels) সফরের সময় জয়শঙ্কর ইউরোপীয় ইউনিয়নের (European Union) উপ-রাষ্ট্রপতির সঙ্গে কৌশলগত আলোচনায় বসবেন। এই পর্যায়ের আলোচনার গুরুত্ব বেড়েছে কারণ ভারত ও ইইউ (EU)-এর মধ্যে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আলোচনাগুলি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা প্রবল। চলতি বছরের গত ফেব্রুয়ারিতে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিদল ভারত সফর করেছিল তার প্রেক্ষিতেই জয়শঙ্করের এই পাল্টা সফরকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে সূত্রের এ-ও খবর, ইউরোপ সফরের শেষ পর্বে জয়শঙ্কর পৌঁছাবেন বেলজিয়ামে (Belgium)। সেখানে আলোচনা মূলত ঘনীভূত হবে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, ওষুধ শিল্প ও হীরে ব্যবসার মতো গুরুত্বপূর্ণ দিকগুকি নিয়ে। ভারতের জন্য এই খাতগুলি শুধু অর্থনৈতিকভাবে লাভজনকই নয়, কৌশলগত দিক থেকেও অপরিহার্য। সবমিলিয়ে, এস জয়শঙ্করের এই ইউরোপ সফর নিছক কূটনৈতিক সৌজন্য নয়, এটি এক নতুন যুগের দিকচিহ্ন। ভারত এখন কেবল দক্ষিণ এশিয়ার শক্তিই নয়, বৈশ্বিক ভূমিকা গ্রহণ করতেও প্রস্তুত। এই বার্তাই হয়ত ইউরোপের রাজনীতিকদের কাছে পৌঁছে দেবেন পররাষ্ট্র মন্ত্রী। এমনি মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, এই সফরের পর ভারত-ইউরোপ সম্পর্ক শুধু কাগজে-কলমেই নয়, বাস্তবেও যে অনেকটা এগিয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই। যতটা কৌশলগত দিক থেকে, ততটাই কার্যকরভাবে অর্থনৈতিক ক্ষেত্রেও এই সফর হতে চলেছে ভবিষ্যতের দিকনির্দেশক।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk : হোয়াইট হাউসে মাদক বিতর্ক: ইলন মাস্ককে ঘিরে উঠছে নতুন প্রশ্ন

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

Also Read