Rohit Sharma news, Rahul Dravid statement |  রাহুল দ্রাবিড়ের প্রশংসায় রোহিত, গম্ভীরের নাম মুখেও আনলেন না! নেতৃত্ব হারানোর পর প্রাক্তন অধিনায়কের মুখে একটাই নাম

SHARE:

রোহিত নিজের বক্তব্যে আরও যোগ করেন, “ওই দলটা (২০২৪ বিশ্বকাপের দল) আমি ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। ওই ট্রফি জেতার জন্য আমরা এক-দু’বছর নয়, বহু বছর ধরে চেষ্টা করেছি। বহুবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে। কিন্তু এবার আমরা দল হিসেবে জিতেছি। একজন বা দু’জনের নয়, এটা গোটা দলের সাফল্য।” তাঁর এই মন্তব্যে ফুটে ওঠে টিম স্পিরিটের প্রতি গভীর শ্রদ্ধা।

সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বই: ভারতীয় ক্রিকেটে অধিনায়কত্বের আসন কখনওই স্থায়ী নয়। সময়ের সঙ্গে পালটে যায় নেতৃত্ব, পালটে যায় দলে ভূমিকা। এক সময়ের সফল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) আজ সেই পরিবর্তনের সাক্ষী। টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর তিনি এবার একদিনের ক্রিকেটের (ODI) অধিনায়কত্বও হারিয়েছেন। কিন্তু সাম্প্রতিক এক অনুষ্ঠানে তাঁর আচরণ এবং বক্তব্যে ভেসে উঠল এক অন্য রোহিত, যিনি কারও নাম না নিয়েও অনেক কিছু বলে দিলেন।

আরও পড়ুন : Rohit Sharma Captaincy | রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক, নির্বাচক আগরকর ইঙ্গিত দিলেন কোচ গম্ভীরের পরামর্শ

মুম্বইয়ের (Mumbai) এক ক্রিকেট ইভেন্টে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। সেখানে যখন তাঁর কাছে ভারতীয় দলের সাফল্য এবং নেতৃত্বের প্রসঙ্গ আসে, তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid) সম্পর্কে। কিন্তু অবাক করার বিষয়, গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নামটি একবারও উচ্চারণ করলেন না! কিন্তু, রোহিত বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) আমাদের দলে একটা জিনিস সব সময় মাথায় ছিল, কীভাবে জিতব, কীভাবে নিজেদের মাটিতে রাখব এবং কীভাবে কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখব। রাহুল ভাই সব সময় বলতেন, ম্যাচ জেতা শুধু প্রতিভায় নয়, মানসিক শক্তিরও ব্যাপার।” রোহিতের এই বক্তব্য থেকেই স্পষ্ট, কোচ হিসেবে দ্রাবিড়ের প্রতি রোহিতের শ্রদ্ধা আজও অটুট। তিনি আরও বলেন, “২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রাহুল ভাই আমার পাশে ছিলেন। ওঁর অভিজ্ঞতা, শান্ত মানসিকতা এবং যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের দলের বড় শক্তি ছিল। ২০২৩ বিশ্বকাপে আমরা শেষ ধাপটা পারতে পারিনি। কিন্তু তারপরই ঠিক করেছিলাম, দল হিসেবে কিছু একটা করে দেখাব, ইতিহাস গড়ব। সবাই মিলে সেই প্রতিজ্ঞাই পূরণ করেছি।”

রোহিত নিজের বক্তব্যে আরও যোগ করেন, “ওই দলটা (২০২৪ বিশ্বকাপের দল) আমি ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। ওই ট্রফি জেতার জন্য আমরা এক-দু’বছর নয়, বহু বছর ধরে চেষ্টা করেছি। বহুবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে। কিন্তু এবার আমরা দল হিসেবে জিতেছি। একজন বা দু’জনের নয়, এটা গোটা দলের সাফল্য।” তাঁর এই মন্তব্যে ফুটে ওঠে টিম স্পিরিটের প্রতি গভীর শ্রদ্ধা।
রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। ছবি : সংগৃহীত

রোহিতের এই কথাগুলি শুনে উল্লেখ্য, বোঝা যায়, তিনি এখন অনেক বেশি স্থির, বাস্তববাদী এবং দলকেন্দ্রিক চিন্তায় বিশ্বাসী। আর সেই কারণেই হয়তো তিনি কোনও ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার দিকে না গিয়ে, শুধুই দ্রাবিড়ের মতো অভিজ্ঞ কোচের অবদানকেই সামনে এনেছেন। তবে প্রশ্ন থেকেই যায়, গম্ভীরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন কেন? কারণ, সম্প্রতি ভারতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। অনেকেই ভাবছিলেন, রোহিত হয়ত তাঁর সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কি না, বা তাঁদের সম্পর্ক কেমন। কিন্তু রোহিতের ওই বক্তব্যে সেই জল্পনার কোনও উত্তর মিলল না। বরং আরও রহস্য ঘন হয়েছে ক্রিকেটমহলে। এক প্রবীণ ক্রিকেট বিশ্লেষক বলেছেন, “রোহিতের বক্তব্যে একটা বার্তা স্পষ্ট, তিনি নিজের পুরনো সময়, পুরনো টিমকে স্মরণ করছেন, কিন্তু নতুন অধ্যায় নিয়ে এখনই কিছু বলতে চান না। হয়তো সময়ের অপেক্ষা করছেন।”

আরও পড়ুন : Rohit Sharma speech CEAT Awards | রোহিত শর্মার আবেগঘন বক্তব্য : ২০২৩-এর ব্যথা থেকেই জন্ম নিয়েছিল ভারতের চ্যাম্পিয়ন হয়ে ওঠার লড়াই

রোহিত নিজের বক্তব্যে আরও যোগ করেন, “ওই দলটা (২০২৪ বিশ্বকাপের দল) আমি ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। ওই ট্রফি জেতার জন্য আমরা এক-দু’বছর নয়, বহু বছর ধরে চেষ্টা করেছি। বহুবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে। কিন্তু এবার আমরা দল হিসেবে জিতেছি। একজন বা দু’জনের নয়, এটা গোটা দলের সাফল্য।” তাঁর এই মন্তব্যে ফুটে ওঠে টিম স্পিরিটের প্রতি গভীর শ্রদ্ধা। রোহিতের মুখে ‘আমি’ নয়, ‘আমরা’ এই শব্দই বারবার প্রতিধ্বনিত হয়েছে। যা তাঁর বর্তমান মানসিক অবস্থারই প্রতিফলন।ক্রিকেটমহলের একাংশ মনে করছে, রোহিত হয়ত বুঝে গিয়েছেন, ভারতীয় ক্রিকেট এখন নতুন যুগে প্রবেশ করছে। যেখানে নেতৃত্ব বদলাচ্ছে, দর্শন বদলাচ্ছে, আর খেলোয়াড়দেরও নতুন দায়িত্ব নিচ্ছে। এই প্রজন্মে তিনি নিজের অভিজ্ঞতাকে শেয়ার করতে চান, কিন্তু নেতৃত্বের মঞ্চে আর সক্রিয় হতে চান না।

রোহিত নিজের বক্তব্যে আরও যোগ করেন, “ওই দলটা (২০২৪ বিশ্বকাপের দল) আমি ভালবাসি। ওদের সঙ্গে খেলে দারুণ লেগেছে। ওই ট্রফি জেতার জন্য আমরা এক-দু’বছর নয়, বহু বছর ধরে চেষ্টা করেছি। বহুবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে। কিন্তু এবার আমরা দল হিসেবে জিতেছি। একজন বা দু’জনের নয়, এটা গোটা দলের সাফল্য।” তাঁর এই মন্তব্যে ফুটে ওঠে টিম স্পিরিটের প্রতি গভীর শ্রদ্ধা।
রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

কিন্তু, রোহিতের নীরবতা অনেক কথা বলে দিয়েছে। গম্ভীরের নাম না নেওয়া, অথচ দ্রাবিড়ের প্রশংসা, এই দু’টি বিষয়ই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন, এটি রোহিতের ‘কূটনৈতিক নীরবতা’। আবার কেউ কেউ বলছেন, হয়তো এটা তাঁর ‘সম্মানজনক দূরত্ব বজায় রাখার’ কৌশল। কিন্তু, যেভাবেই দেখা হোক না কেন, রোহিত শর্মা আবারও প্রমাণ করেছেন, তিনি কখনও আবেগে ভাসেন না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে সামলাতে জানেন। তাঁর চোখে ক্রিকেট মানে শুধু খেলা নয়, একধরনের শৃঙ্খলা, একধরনের দর্শন। আর সেই দর্শনের মূলেই আছেন রাহুল দ্রাবিড়, যাঁকে তিনি আজও ‘রাহুল ভাই’ বলে ডাকেন শ্রদ্ধা ও ভালবাসায়। হয়ত এটাই রোহিতের উত্তর, নেতৃত্ব চলে যেতে পারে, কিন্তু সম্মান হারায় না।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rohit Sharma Fitness | নতুন রূপে রোহিত শর্মা ফিটনেসে ফের হিটম্যান, সমালোচকদের জবাব দিলেন স্টাইলেই

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন