



ক্যাপ্টেন্সিকে আলবিদা জানাতে চলেছেন রোহিত!
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিশ্বকাপের আগেই সূত্র মারফৎ শোনা যায়, সাদা বলের ক্রিকেটকে আলবিদা জানাবেন ব্লু’জ ক্যাপ্টেন রোহিত শর্মা। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে ভারত অজিদের কাছে হেরে যায়। পরপর ১০ টি ম্যাচে প্রতিপক্ষকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। কিন্তু ফাইনালে আহমেদাবাদে অজিদের কাছে পরাজিত হয়ে রোহিতদের জয়ের রথ থামল। সূত্রের খবর, এর পরেই ক্রিকেট মহলে জোরদার শোরগোল এবার সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেবেন রোহিত। টেস্ট ক্রিকেটই খেলবেন ব্লু’জ ক্যাপ্টেন। এবং টেস্টেই ক্যাপ্টেন্সি করবেন রোহিত। সূত্রের আরও খবর, রোহিত শর্মা যদি ক্যাপ্টেন্সি ছাড়েন তবে টিম ইন্ডিয়ার একদিন ও টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে থাকবেন শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। তবে সূত্রের এও খবর, বোর্ড চাইবে না রোহিত এখনই একদিনের ক্রিকেট থেকে অবসর নিক ও অধিনায়কত্ব ছাড়ুক। তবে রোহিত নিজেই অবসর ঘোষণা করলে নতুন দল নায়ক খুঁজতে হবে ভারতীয় বোর্ডকে।
-ফাইল চিত্র
