



পথ দুর্ঘটনায় মৃত্যু দুই
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : লরির সঙ্গে বাইকের মুখোমুখী সংঘর্ষের জেরে মৃত্যু হল দুই বাইক আরোহীর। আমিন শেখ (17) ও ইমরান শেখ (16) নামে দুই কিশোর। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত রাধারঘাট অঞ্চলের শিয়ালমারা গ্রামে মৃত দুইজনের বাড়ি বলে জানা যায়। দুর্ঘটনাটি ঘটেছে আজ সাড়ে নয়টা নাগাদ ।
স্থানীয় সূত্রের খবর ইমরান ও আমিন জ্যাড়তুতো খুড়তুতো ভাই। তারা দুই জনেই একই বাইকে নিজেদের বাড়ি ফিরছিল বলে উল্লেখ। এন এইচ 34 এর উপর বাইকের বিপরীত দিক থেকে ধেয়ে আসা লরি বাইকটিকে ধাক্কা মারে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে যখন তাদের বাইকের সঙ্গে লরিটির ধাক্কা লাগে তখন দুইজনেরই মধ্যে কারও মাথায় হেলমেট ছিল না। এমত অবস্থায় তারা রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তড়িঘরী বহরমপুর মেডিক্যাল কলেজ নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
উল্টো দিকে লড়ির চালক গাড়িটি নিয়ে পলাতক । এই বিষয়ে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ । এখনো পর্যন্ত ঘাতক লড়িটিকে আটক করা যায়নি বলে জানায়ায়।
