Sasraya News

Saturday, February 15, 2025

Ritwik Ghatak’s ancestral home : ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ঋত্বিক ঘটকের বাংলাদেশের বাড়ি

Listen

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ঢাকা : ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল (Ritwik Ghatak’s ancestral home)। বাংলাদেশের রাজশাহীতে ঋত্বিক ঘটকের জীবনের একটি বড় অংশ কাটে। তাঁকে কেন্দ্র করে প্রসার লাভ করে নাট্য ও সাংস্কৃতিক আন্দোলন। রাজশাহীতে অবস্থিত ঋত্বিকের ওই বাড়িতে ঋত্বিকের ভাইঝি মহাশ্বেতা দেবীরও জীবনের বড় অংশ কাটে। দেশ ছাড়ার যন্ত্রণা ঋত্বিক ঘটকের ছবিতে ফুটে ওঠে। 

 

ঋত্বিক ঘটক। ছবি : আন্তর্জালিক

 

তিন দিন ধরে ভাঙা হয় ঋত্বিক ঘটকের পৈত্রিক বাড়ি, খবর সূত্রের। রাজশাহীর সংস্কৃতিকর্মীরা ১৪ আগষ্ট সেখানে গিয়ে দেখতে পান ঋত্বিকের বাড়ি অবশিষ্ট নেই। গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কে ঘটাল এমন ঘটনা! সূত্রের খবর, একটি হোমিওপ্যাথি হাসপাতালের অধ্যক্ষের দিকে আঙুল উঠছে বলে উল্লেখ।

 

ঋত্বিক ঘটকের এই বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি আন্তর্জালিক

 

১৯৮৯ সালে ঋত্বিকের বাড়ির উত্তর অংশের ৩৪ শতাংশ লিজ দেওয়া হয় ওই হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে। সেখানেই গড়ে ওঠে ওই হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ওই বাড়ির দক্ষিণ অংশের ঋত্বিকের স্মৃতি-বিজড়িত ঘরগুলি নিয়ে নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্বের স্মৃতি বহন করছিল। রাজশাহী জেলা প্রশাসনের কথায়, “ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি ভেঙে ফেলার কথা শুনেছি। সংস্কৃতিকর্মীরা আমার কাছে এসেছিলেন। আমি অতিরিক্ত জেলাশাসককে (শিক্ষা ও আইসিটি) বলেছি, তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে। যারাই এই বাড়ি ভাঙুক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনা নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র নির্মাতা তওকীর ইসলাম শাইকের কথায়, “আমরা মঙ্গলবার রাতে ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে ফেলার খবর পাই। এসে দেখি সব ভেঙে ফেলা হয়েছে। আমরা আগেও দেখেছি, কলেজ কর্তৃপক্ষ এটা ভাঙার পাঁয়তারা করেছে। তারা এই সুযোগে ভেঙে ফেলল। আমরা সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছি। আমরা দেখব, এটা কারা ভেঙেছে। যদি কলেজ কর্তৃপক্ষ ভাঙে তাহলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।”

ছবি : আন্তর্জালিক 

আরও খবর :Independence Day 2024 : সীমান্তে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় বিএসএফ ও বিজিবির

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment